Assam: অত্যাধুনিক অস্ত্রসহ গোর্খা বিচ্ছিন্নতাবাদীদের আত্মসমর্পণ, মোর্চা সংযোগ বিশ্লেষণ

স্বল্প পরিচিত বিচ্ছিন্নতাবাদী গোর্খা সংগঠনটি নাশকতার ঘটনায় তেমন জড়িত হয়নি। তবে তাদের নেটওয়ার্ক ছড়িয়ে নেপাল থেকে ভারতের আটটি রাজ্য হয়ে মায়ানমার পর্যন্ত। এমন তথ্যে নড়ে…

Assam lesser known militant outfit United Gorkha Peoples Organisation rebels surrender

স্বল্প পরিচিত বিচ্ছিন্নতাবাদী গোর্খা সংগঠনটি নাশকতার ঘটনায় তেমন জড়িত হয়নি। তবে তাদের নেটওয়ার্ক ছড়িয়ে নেপাল থেকে ভারতের আটটি রাজ্য হয়ে মায়ানমার পর্যন্ত। এমন তথ্যে নড়ে চড়ে বসেছে গোয়েন্দা বিভাগ। অসম (Assam) সরকারের আহ্বানে ইউনাইটেড গোর্খা পিপলস অর্গানাইজেশনের (UGPO) তিন সদস্য অস্ত্র সমর্পণ করল।

অত্যাধুনিক এই আগ্নেয়াস্ত্র সংগ্রহের তথ্য দিতে গিয়ে তিন বিচ্ছিন্নতাবাদী জানিয়েছে বিরাট নেটওয়ার্কের কথা। এখানেই উঠে এসেছে গোর্খা জাতিভুক্তদের মধ্যে তাদের ছড়িয়ে থাকার বিষয়।

   

গোয়েন্দা বিভাগের ধারণা, অসমে সক্রিয় ইউজিপিও নেটওয়ার্ক পশ্চিমবঙ্গে আছে। উত্তরবঙ্গে গোর্খা জাতিভুক্তদের মধ্যে নেটওয়ার্ক থাকা স্বাভাবিক বলেই মনে করা হচ্ছে। বিশেষত দার্জিলিং, কালিম্পং জেলায় ইউজিপিও কতটা সক্রিয় সেই তথ্য বিশ্লেষণ চলছে।

দার্জিলিং ও কালিম্পং জেলা ভিত্তিক গোর্খা রাজনীতির মূল দাবি পৃথক গোর্খাল্যান্ড। এই দাবি সামনে রেখে ১৯৮০ দশক থেকে বারবার রক্তাক্ত পরিস্থিতি তৈরি হয়েছে দার্জিলিংয়ের পার্বত্যাঞ্চলে। গোর্খা ন্যাশনাল লিবারেশন অর্গানাইজেশনের ভয়াবহ বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলেছিল পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকারের সময়। বর্তমান পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস আমলেও রক্তাক্ত আন্দোলন চলে গোর্খা জনমুক্তি মোর্চার নেতৃত্বে। আক্রমণের মুখে পড়েছিলেন মুখ্যমন্ত্রী। আপাতত গোর্খা নেতৃত্ব ফের টিএমসির মিত্র।

জাতিসত্ত্বা আবেগের ভিত্তিতে গোর্খাদের মধ্যে বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউজিপিও সংগঠন বিস্তার ঘটিয়েছে। বৃহস্পতিবার আত্মসমর্পণ করা তিন বিচ্ছিন্নতাবাদী জানিয়েছে একথা। অসমের কোকরাঝাড়, বাক্সা, তিনসুকিয়া, উদালগুড়ি, ধেমাজি ও শোণিতপুরে সংগঠনটি সক্রিয়।

গোর্খাল্যান্ড গাবিতে মোর্চার সশস্ত্র শাখা জিএলপির সঙ্গে অসমের গোর্খা বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউজিপিও সংশ্রব কতটা সেই তথ্য নিয়েই বিশ্লেষণ চলছে। আত্মসমর্পণ করা তিন বিচ্ছিন্নতাবাদী জানিয়েছে তারা সরকারের আহ্বানে সশস্ত্র পথ ছেড়ে মূল স্রোতে ফিরতে চায়।

মূলত নেপালের গোর্খা জাতি ভারত, ব্রিটেন, নেপাল, ভুটানে ছড়িয়ে। এই দেশগুলির সশস্ত্র বাহিনীতে গোর্খাদের অন্তর্ভুক্ত করা হয়। রণকুশলী জাতির বড় অংশ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতেও রয়েছেন। বিশেষত অসমে।