তিহাড় জেলে বন্দি থেকে স্বাস্থ্যের ক্রমশই স্বাস্থ্যের অবনতি হচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal)। সোমবার দিল্লির মুখ্যমন্ত্রীর (Arvind Kejriwal) স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে এমন উদ্বেগের কথাই জানিয়েছে আম আদমি পার্টি। ইতিমধ্যেই কেজরিওয়াল (Arvind Kejriwal)ইস্যুতে তিহাড় জেল কর্তৃপক্ষের সঙ্গে বিবাদে জড়িয়েছেন আপ নেতারা। দলের তরফে জানানো হচ্ছে গত এক সপ্তাহে অনেকটা ওজন কমে গেছে দিল্লির মুখ্যমন্ত্রীর।
পোর্টাল খুলে ১০০ জনকে নিয়ে আবারও শুভেন্দুর অভিযান! পদ্মবনের অধিকার বাঁচাতে রাজভবনই ভরসা?
প্রায় সাড়ে ৮ কিলো কমে গিয়েছে বলে দাবি করেছেন আপ সাংসদ সঞ্জয় সিং। ক্রমাগত এইভাবে ওজন কমে যাওয়ার বিষয়টি মোটেই স্বাভাবিক নয়। অথচ তাঁকে কোনও পরীক্ষা করতে দেওয়া হচ্ছে না। ওজন কমার পাশাপাশি তাঁর অন্তত ৫ বার সুগার ফল হয়েছে। সুগারের মাত্রা ৫০-এর নীচে চলে গেছে! এটাও আতঙ্কের বিষয়।” সঞ্জয় সিং সাফ বলছেন, এইভাবে প্রতিদিন সুগার লেভেল পড়তে থাকলে যে কেউ যখন-তখন কোমায় চলে যেতে পারেন।
না থেকেও আছেন তিনি! রাজ্য কমিটির বৈঠকের আগে শুভেন্দুদের মাথাব্যথা দিলীপই?
তবে জেল সূত্রে জানানো হয়েছে, ওজন কমার কারণ খাওয়া দাওয়ার কারণে হতে পারে। সেই কারণে শরীরের অবনতি হতে পারে তবে এরসঙ্গে জেল কতৃপক্ষের কোনও সম্পর্ক নেই। সম্প্রতি জেলের কয়েকজন আধিকারিকের বিরুদ্ধে কেজরিওয়ালকে হেনস্থা করার অভিযোগ উঠেছিল। আপের দাবি, বিজেপির অত্যাচারে কোমায় চলে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী (Arvind Kejriwal)।
৭০ দিনেও গুনে শেষ করা যাবেনা? কী পাওয়া গেল পুরীর রত্ন ভান্ডার থেকে!
গ্রেফতারির সময়ে দিল্লির মুখ্যমন্ত্রীর ওজন ছিল ৭০ কিলো। আর এখন তা কমে হয়েছে ৬১.৫। আবগারি দুর্নীতি মামলায় ইডির গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে জামিনের আবেদন করেছিলেন আম আদমি পার্টির নেতা। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট কেজরিওয়ালকে (Arvind Kejriwal) জামিন দিলেও আপাতত জেল থেকে বেরতে পারছেন না তিনি। এখনও সিবিআই হেফাজতে থাকতে হবে তাঁকে।