Jammu and Kashmir: বারামুল্লায় ফের সেনা-জঙ্গি সংঘর্ষ, বড় হামলার আশঙ্কা

২৪ ঘণ্টার মধ্যে ফের জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) বারামুল্লায় জঙ্গি ও সেনার সংঘর্ষ। বৃহস্পতিবার ভোররাতে দু পক্ষের এনকাউন্টার হওয়ার ঘটনায় দুই জঙ্গি নিহত হয়েছে। 

Jammu and Kashmir security

২৪ ঘণ্টার মধ্যে ফের জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) বারামুল্লায় জঙ্গি ও সেনার সংঘর্ষ। বৃহস্পতিবার ভোররাতে দু পক্ষের এনকাউন্টার হওয়ার ঘটনায় দুই জঙ্গি নিহত হয়েছে।  সূত্রের খবর, একটি একে ৪৭ রাইফেল এবং একটি পিস্তল-সহ একাধিক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, এনকাউন্টারে নিহত দুই সন্ত্রাসী স্থানীয় বাসিন্দা এবং তারা নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন এলইটি-র অন্তর্ভুক্ত। দু জনেরই মৃতদেহ শনাক্ত করা হয়েছে। তাদের নাম শাকির মজিদ নাজার এবং হানান আহমেদ সেহ।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

দুজনেই সোপিয়ান জেলার বাসিন্দা। জম্মু কাশ্মীর পুলিশ জানিয়েছে , ‘উত্তর কাশ্মীরের ওয়ানিগাম গ্রামে সন্ত্রাসবাদীদের উপস্থিতির খবর পেয়ে নিরাপত্তা বাহিনী ভোররাতে অভিযান চালায়। এরপরই বারামুল্লা জেলার ক্রিরি এলাকায় দুই সন্ত্রাসীর সঙ্গে শুরু হয় এনকাউন্টার। তাতেই নিহত হয় দুই জঙ্গি।’

এনকাউন্টারের পর পুলিশ একটি বিবৃতিতে জানিয়েছে, দুজনেই স্থানীয় সন্ত্রাসী। নিষিদ্ধ জঙ্গি সংগঠন এলইটি-র সদস্য এবং সোপিয়ান জেলার বাসিন্দা হিসাবে চিহ্নিত।

গোয়েন্দা মারফত খবর, উভয়েই এবছর মার্চ মাসে ওই সন্ত্রাসবাদী সংগঠনে যোগ দিয়েছিল। ঘটনার আরও তদন্ত চলছে। গত ২৪ ঘণ্টার মধ্যে এটি দ্বিতীয় এনকাউন্টার হওয়ায় স্বাভাবিকভাবেই সেনার কপালে চিন্তার ভাঁজ পড়েছে।

গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, আগামী কয়েকদিনের মধ্যে সন্ত্রাসবাদীরা আরও বড় হামলার প্রস্তুতি নিচ্ছে। নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। গোটা এলাকায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে।