কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে (Supreme Court) পাঁচজন নতুন বিচারপতি নিয়োগের অনুমোদন দিয়েছে। এর মধ্যে রয়েছেন পঙ্কজ মিথাল (রাজস্থান হাইকোর্টের প্রধান বিচারপতি), সঞ্জয় করোল (পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি), পিভি সঞ্জয় কুমার (মণিপুর হাইকোর্টের প্রধান বিচারপতি), আহসানউদ্দিন আমানুল্লাহ (পাটনা হাইকোর্টের বিচারপতি) এবং মনোজ মিশ্র (এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি)। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু।
এর আগে তিনি প্রয়াগরাজে বলেছিলেন, সুপ্রিম কোর্ট কলেজিয়ামকে সতর্ক করেছে। এদেশের মালিক এদেশের মানুষ, আমরা সেবক। আমাদের গাইড সংবিধান। সংবিধান অনুযায়ী দেশ চলবে। কেউ কাউকে সতর্ক করতে পারবে না। আমরা নিজেদেরকে সেবক হিসেবে দেখি।