Anti Hindi Campaign: হিন্দি জবরদস্তি চাপিয়ে দেওয়ার প্রবল বিরোধিতায় কেরল, মোদীকে চিঠি বিজয়নের

জবরদস্তি হিন্দি মানছি না (AntI Hindi Campaign) এমনই দাবি তুলে কেরলের সিপিআইএম (CPIM) নেতৃত্ব এলডিএফ সরকার প্রবল সরব। চিঠি লিখে প্রধানমন্ত্রী মোদীকে (Modi) সতর্ক করেছেন…

জবরদস্তি হিন্দি মানছি না (AntI Hindi Campaign) এমনই দাবি তুলে কেরলের সিপিআইএম (CPIM) নেতৃত্ব এলডিএফ সরকার প্রবল সরব। চিঠি লিখে প্রধানমন্ত্রী মোদীকে (Modi) সতর্ক করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পি বিজয়ন (P Vijayan)।

  • কেন্দ্রের মোদী সরকার যেন ভাষা যুদ্ধ শুরু না করে। হুঁশিয়ারি দিয়েছেন তামিলনাড়ুর ডিএমকে জোটের মুখ্যমন্ত্রী স্ট্যালিন।
  • বিভিন্ন অ-হিন্দি ভাষার রাজ্য থেকে আসছে জবরদস্ত হিন্দি চালানোর প্রতিবাদ।
  • অভিযোগ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীরব।

বিস্তারিত সংবাদ পড়ুন:

সরকারি ভাষা সংক্রান্ত সংসদীয় কমিটির সুপারিশ করেছে, রাষ্ট্রসংঘে ভারতের সরকারি ভাষা হিন্দি হোক। সব কেন্দ্রীয় সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাদানের ভাষা হিন্দি হোক। সরকারি চাকরির পরীক্ষায় বাধ্যতামূলক ইংরেজির তুলে দিয়ে হিন্দি আসুক।

এর পর থেকে প্রবল হিন্দি বিরোধী প্রতিবাদে সরব অ-হিন্দিভাষী রাজ্যগুলি। কেরলের মুখ্যমন্ত্রী বিজয়ন বলেন, নির্দিষ্ট ভাষাকে অন্যদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিতে কেরলের মুখ্যমন্ত্রী লিখেছেন ভারত বৈচিত্রের মধ্যে ঐক্যের দেশ। এখানে এই ধরনের সিদ্ধান্ত কাম্য নয়।একটি নির্দিষ্ট ভাষাকে সব ভাষার ওপর চাপিয়ে দিলে অন্যদের ধ্বংস করা হবে। সরকার এই ভাবনাচিন্তা প্রত্যাহার করে নিক।

কেন্দ্রের হিন্দি সুপারিশের বিরোধিতা করেছে সিপিআইএম। সরব হয়েছে বাম ছাত্র-যুব সংগঠনগুলি। জবরদস্তি হিন্দির বিরুদ্ধে সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি প্রতিবাদ জানান।

অভিযোগ উঠছে বিজেপি ও সংঘ পরিবার তাদের হিন্দি হিন্দু হিন্দুস্তান নীতি সরকারিভাবে চালু করতে চায়। হিন্দি বলয়ের রাজ্যগুলিতে শেখানো হচ্ছে, হিন্দি একমাত্র রাষ্ট্রভাষা। যদিও সংবিধানে কোনও একক ভাষা ভারতের রাষ্ট্রভাষা নয়।