Army Helicopter Crashed: চিনের সীমান্তে ভারতীয় সেনার কপ্টার ভাঙল

ভয়াবহ দুর্ঘটনা। চিন সীমান্তে ভেঙে পড়েছে ভারতীয় সেনার একটি চিতা হেলিকপ্টার (Army Helicopter Crashed। দুর্ভেদ্য জঙ্গল ও পাহাড়ি এলাকার খাঁজে ভেঙে পড়েছে কপ্টারটি।

Army Aviation Cheetah helicopter crashed

ভয়াবহ দুর্ঘটনা। চিন সীমান্তে ভেঙে পড়েছে ভারতীয় সেনার একটি চিতা হেলিকপ্টার (Army Helicopter Crashed। দুর্ভেদ্য জঙ্গল ও পাহাড়ি এলাকার খাঁজে ভেঙে পড়েছে কপ্টারটি। সেনা বাহিনীর তরফে শুরু হয়েছে উদ্ধার অভিযান।

অরুণাচল প্রদেশের বমডিলার মান্দালা পর্বতের খাদে পড়ে আছে কপ্টার। গুয়াহাটির সেনা কার্যালয় থেকে বলা হয়েছে ভেঙে পড়া কপ্টারের সাথে সকাল্ ৯.১৫ মিনিটে সংযোগ কেটে যায়।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

গুয়াহাটিতে সেনা কার্যালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র রাওয়াত জানান, শুরু হয়েছে তল্লাশি অভিযান।কপ্টারটির সাথে সংযোগ কেটে গেছে মান্দালা পর্বত এলাকায়। অরণাচলের পশ্চিম কামেং জেলার পুলিশ সুপার ভরত রেড্ডি জানিয়েছেন, আর্মির যে কপ্টারটি দুর্ঘটনার কবলে পড়েছে সেই বিষয়ে স্থানীয় বাসিন্দাদের কাছে সোশ্যাল মিডিয়া মারফত বার্তা পাঠানো হয়েছে।

গত বছর অরুণাচল প্রদেশে তাওয়াংয়ে ভেঙে পড়েছিল সেনার একটি চিতা কপ্টার। সেই দুর্ঘটনায় লেফটেন্যান্ট কর্নেল অফিসারের মৃত্যু হয়। এবার ফের চিতা কপ্টার দুর্ঘটনার কবলে পড়েছে। সেনাবহিনীর চিতা কপ্টার আগেও বারবার ভেঙে পড়েছে। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের তৈরি এই কপ্টারগুলি দীর্ঘদিন ধরে ব্যবহার করছে ভারতীয় সেনা।