UP Election 22: ‘অখিলেশ শুধু মুসলিম ভোট চায়, কিন্তু মুসলিম নেতৃত্ব নয়’

আসন্ন বিধানসভা ভোটকে (Assembly election 2022) কেন্দ্র করে গরম উত্তরপ্রদেশের আবহাওয়া। জোরকদমে প্রচার পর্ব চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। ২২-এ উত্তরপ্রদেশের মসনদ কার দখলে? উঠছে প্রশ্ন। এরই…

আসন্ন বিধানসভা ভোটকে (Assembly election 2022) কেন্দ্র করে গরম উত্তরপ্রদেশের আবহাওয়া। জোরকদমে প্রচার পর্ব চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। ২২-এ উত্তরপ্রদেশের মসনদ কার দখলে? উঠছে প্রশ্ন। এরই মাঝে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকে (Akhilesh Yadav) নিয়ে বিস্ফোরক মন্তব্য অল ইন্ডিয়া তানজিম উলামা এ ইসলাম।

দলের সাধারণ সম্পাদক মৌলানা সাহাবুদ্দিন রিজভি বলেন, ‘সমাজবাদী পার্টি মুসলিম ভোট চায়, কিন্তু তারা মুসলিম নেতৃত্বের অবসান ঘটাতে চায়। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া সাত ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসন্ন উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে মুসলিমরা আরও ভালো বিকল্প খুঁজছেন।’

প্রসঙ্গত, আগামী ১০ ফেব্রুয়ারি থেকে উত্তরপ্রদেশের ৪০৩ টি বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। ১৪ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্যায়, ২০ ফেব্রুয়ারি তৃতীয় পর্যায়, ২৩ ফেব্রুয়ারি চতুর্থ পর্যায়, ২৭ ফেব্রুয়ারি পঞ্চম পর্যায়, ৩ মার্চ ষষ্ঠ পর্যায় এবং ৭ মার্চ সপ্তম পর্যায়।