Loksabha Election 2024: নজরে ২৮টি আসন, বিজেপির সঙ্গে হাত মেলালো এই দল

২০২৪ সালের লোকসভা ভোটের প্রাক্কালে (Loksabha Election 2024) দক্ষিণী রাজ্যে নতুন করে শক্তি বৃদ্ধি হল বিজেপির। কারণ এবার কর্ণাটকের কল্যাণ রাজ্য প্রগতি পক্ষের নেতা জি…

২০২৪ সালের লোকসভা ভোটের প্রাক্কালে (Loksabha Election 2024) দক্ষিণী রাজ্যে নতুন করে শক্তি বৃদ্ধি হল বিজেপির। কারণ এবার কর্ণাটকের কল্যাণ রাজ্য প্রগতি পক্ষের নেতা জি জনার্দন রেড্ডি তাঁর দলকে বিজেপির সাথে একীভূত করলেন এবং তাঁর স্ত্রী এবং রাজনীতিবিদ অরুণা লক্ষ্মীও দলের নেতা বিএস ইয়েদুরাপ্পা এবং রাজ্য বিজেপি সভাপতি বিওয়াই বিজয়েন্দ্রর উপস্থিতিতে দলে যোগ দিলেন আজ সোমবার।

এই প্রসঙ্গে বড় মন্তব্য করেছেন বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পা। তিনি বলেন, ‘জি জনার্দন রেড্ডি তাঁর স্ত্রী বিজেপিতে যোগ দিয়েছেন। এটা তার ভালো সিদ্ধান্ত। এতে আমাদের দল শক্তিশালী হবে, আমরা ২৮টি লোকসভা আসনেই জিতব।’

জনার্দন রেড্ডি জানান, ‘আজ বিজেপির সঙ্গে দল মিশিয়ে বিজেপিতে যোগ দিলাম। প্রধানমন্ত্রী মোদীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার জন্য আমি বিজেপি কর্মী হিসাবে কাজ করবো।’ সেইসঙ্গে রেড্ডি জানান, তিনি কোনও শর্ত ছাড়াই দলে যোগ দিয়েছেন এবং তাঁর কোনও পদের প্রয়োজন নেই।

গেরুয়া শিবিরে যোগ দেওয়ার আগে রেড্ডি বলেছিলেন, তিনি তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীকে ফের প্রধানমন্ত্রী করার সিদ্ধান্ত নিয়েছেন।