Swastika Mimi in Holi: ‘রঙ বর্ষে’- বৃন্দাবনে রঙ মেখে পশুপ্রেম স্বস্তিকার! দোলের মজায় মত্ত মিমি, দিলেন অন্য বার্তাও

Swastika Mimi in Holi: সারা শরীরে রঙের খেলা, বসন্তের আভাসে গোলাপি সুন্দরী স্বস্তিকা মুখোপাধ্যায়। রঙ মাখামাখি অবস্থায়, শাড়ি পরে ও তাঁর পছন্দের মানানসই গয়নায় এদিন…

Swastika Mimi in Holi

Swastika Mimi in Holi: সারা শরীরে রঙের খেলা, বসন্তের আভাসে গোলাপি সুন্দরী স্বস্তিকা মুখোপাধ্যায়। রঙ মাখামাখি অবস্থায়, শাড়ি পরে ও তাঁর পছন্দের মানানসই গয়নায় এদিন ভক্তদের দেখালেন নিজের জৌলুস। বন্ধুদের সঙ্গে রঙ খেলার পর রঙিন ভিডিও শেয়ার করে নায়িকা লিখেছেন, দয়া করে পশুপাখিদের রঙ মাখাবেন না। নিজেরা খেলুন, আনন্দ করুন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Swastika Mukherjee (@swastikamukherjee13)

ওদিকে শ্রীলেখা রীতিমত মন খারাপ করে জানিয়েছেন, ‘রঙ খেলার লোক পাই না। লোকগুলো আজকাল আর রঙিন নেই। লোকগুলো বড্ড কেমন যেন একটা হয়ে গিয়েছে। নিজেকে তো একা একা রঙ দেওয়া যায় না।’ নিজের দোলের স্মৃতি উজাড় করে নায়িকা বললেন, ‘একটা তো ভয়ের ভয়ের স্মৃতি মনে আছে। মাকে জোর করে রঙ দিতে এসেছিলেন দুজন মহিলা। আর মা একদম ভয় পেতেন। কারণ মায়ের খুব অ্যালার্জি হয়ে যেত। তখন তো আর তেমন এত আবির ছিল না। তখন আমার বয়স মাত্র ৪-৫ বছর। আমার মনে আছে, ওটা দেখেই ভয়ে আমি হাত-পা ছুঁড়ে কেঁদেছিলাম। বড় হয়ে অনেক মজা করেছি। বেলুনে, পিচকিড়িতে রঙ ভরে ছাদে উঠে রাস্তায় দিয়ে যে যাচ্ছে তার গায়ে বেলুন ছুঁড়েছি। প্রেম প্রেম রঙিন, ওরকম কোনও স্মৃতি আমার মনে পড়ছে না। আসলে আমার বাবা ছিলেন খুব রাগী। তবে এখন বুঝি কেন বাবা তেমন ছিলেন! আমার বাবার সামনে পাড়ার কোনও রোমিও আমার গায়ে রঙ লাগাবে অত সাহসই কারও ছিল না। আমরা একটা শাসনের মধ্যে বড় হয়েছি।’

ওদিকে সবে মাত্র রাজনীতি ছেড়ে মিমি কিন্তু মজায় রয়েছেন। সোজা পাড়ি দিয়েছেন বৃন্দাবনে। 2023 সালের মতো এবারও তিনি বৃন্দাবনের গোপিনি। রাধে রাধে’ উচ্চারণ করে কৃষ্ণ আরাধনায় মত্ত অভিনেত্রীর পরনে ছিল চুড়িদার ও গলায় বৃন্দাবনের পবিত্র হলুদ উত্তরীয়। কপালে ও দুই গালে হলুদ আবিরে লেখা ‘রাধে রাধে’। দেখুন ভিডিয়ো।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by মিমি চক্রবর্তী (@mimichakraborty)