কুনোর ২টি চিতা বর্ষায় পোকামাকড় থেকে সংক্রমণের ফলেই মারা গিয়েছে: মন্ত্রী

পরপর কুনো জাতীয় উদ্যানে আফ্রিকা থেকে আনা চিতার মৃত্যু। এবার সেই আবহে কেন্দ্রীয়মন্ত্রী ভুপেন্দর যাদব (Union Minister Bhupendra Yadav)জানিয়েছেন যে বাকি চিতাদের মধ্য প্রদেশের শেওপুর…

পরপর কুনো জাতীয় উদ্যানে আফ্রিকা থেকে আনা চিতার মৃত্যু। এবার সেই আবহে কেন্দ্রীয়মন্ত্রী ভুপেন্দর যাদব (Union Minister Bhupendra Yadav)জানিয়েছেন যে বাকি চিতাদের মধ্য প্রদেশের শেওপুর জেলার কুনো জাতীয় উদ্যান থেকে অন্যত্র সরানো হবেনা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী (minister for environment, forest and climate change) শনিবার সাংবাদিকদের জানান যে সরকার (চিতা পুনঃপ্রবর্তন) প্রকল্পের সংবেদনশীলতা গ্রহণ করেছে এবং তিনি জানান যে সরকার এই ক্ষেত্রে সম্পূর্ণভাবে সফলতা চায়।

উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাস থেকে এখনও অবধি ৯ টি চিতা মারা গিয়েছে যার মধ্যে ৩টি চিতা শাবক। চিতাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হবে কিনা জানতে চাওয়া হবে, সাংবাদিকদের মন্ত্রী ভুপেন্দর যাদব জানান, “এই মুহূর্তে এরম কোনও পরিকল্পনা নেই…স্বাভাবিকভাবে, বর্ষার ফলে পোকামাকড় থেকে সংক্রমণে বিষয়টাও আমাদের নজরে এসেছে। এই সংক্রমণের জন্য আমরা ২ টো চিতা বাঘকে হারিয়েছি। এই বিষয়ে আমরা দক্ষিণ আফ্রিকা এবং নামিবিয়ার বিশেষজ্ঞদের তথ্য দিয়েছি। আমরা আগামীতে কী করা হবে তা নিয়ে এগিয়ে যাচ্ছি।“

সেপ্টেম্বর ২০২২ থেকে শুরু করে এটা চিতাদের আফ্রিকা-নামিবিয়া থেকে ভারতে আনার প্রথম বছর। মন্ত্রী জানান যে ক্রমাগত চেষ্টা চলছে এখানকার আবহাওয়া এবং তার প্রভাব সম্পর্কে জানার জন্য। তিনি বলেন, “আমি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলছি যে আমরা এই প্রকল্পে গুরুত্ব সহকারে নিযুক্ত আছি। আমরা প্রতিটি চিতা সম্পর্কে সম্পূর্ণ উদ্বিগ্ন। সরকার চায় প্রকল্পটি সম্পূর্ণ সফল হোক। এটি একটি দীর্ঘ প্রকল্প যাতে প্রতি বছর চিতাদের আসতে হবে। আমরা এর সংবেদনশীলতা গ্রহণ করছি। আমরা এই প্রকল্প সফল করব।“

২০২২ সালের ১৭ই সেপ্তেম্বর নামিবিয়া থেকে কুনোতে ৮ টি চিতা বাঘ আনা হয়। এরপর ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে আরও ১২ টি চিতা আনা হয় কুনোতে দক্ষিণ আফ্রিকা থেকে। এরমধ্যে ৯ টি চিতা মারা গিয়েছে যার মধ্যে ৩ টি শাবক। এই ৩টি চিতা শাবকের এখানে কুনোতেই জন্ম হয়। এই মুহূর্তে কুনো জাতীয় উদ্যানে মোট ১৫ টি চিতা বাঘ আছে। এর মধ্যে একটি চিতা শাবকও আছে। ৯ টির মধ্যে শেষ চিতা মারা যায় ৯ই আগস্টে।