ক্রিমিনাল সাংসদকে জেলে পাঠানো হোক, কুস্তিগিরদের ধর্নায় দাবি হান্নান মোল্লার

যৌন হেনস্থার অভিযোগে ভারতীয় কুস্তি ফেডারেশনের চেয়ারম্যান ব্রিজ ভুষণ শরণ সিংয়ের গ্রেফতারের দাবিতে ১০ দিন ধরে যন্তর মন্তরে শামিল কুস্তিগিররা৷ রবিবার তাঁদের সঙ্গে দেখা করেন…

যৌন হেনস্থার অভিযোগে ভারতীয় কুস্তি ফেডারেশনের চেয়ারম্যান ব্রিজ ভুষণ শরণ সিংয়ের গ্রেফতারের দাবিতে ১০ দিন ধরে যন্তর মন্তরে শামিল কুস্তিগিররা৷ রবিবার তাঁদের সঙ্গে দেখা করেন সংযুক্ত কিষাণ মোর্চার নেতারা৷ এদিন কৃষক নেতাদের তরফে সর্বভারতীয় কৃষক নেতা ও প্রাক্তন সিপিআইএম সাংসদ হান্নান মোল্লা দাবি করেন, অবিলম্বে ক্রিমিনাল সাংসদকে জেলে পাঠানো হক৷ এবং ভারতীয় কুস্তি ফেডারেশনের চেয়ারম্যান পদ থেকে তাঁকে সরানো হোক।

তিনি দাবি করেন, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির আওতায় ঘটনার তদন্ত করা হোক। একইসঙ্গে কুস্তিগিরদের নিরাপত্তার বিষয়েও সরকার যাতে নজর দেয়, সেই আবেদন জানিয়েছেন তিনি। হান্নান মোল্লা আশঙ্ক, ব্রিজ ভুষণের অনুগামীরা কুস্তিগিরদের ওপর হামলা চালাতে পারে৷ এই ঘটনায় সর্বদা কুস্তিগিরদের সঙ্গে রয়েছেন। এমনটা জানিয়েছেন তিনি৷

ধর্নারত কুস্তিগিরদের সমর্থন জানায় কৃষক আন্দোলনের নেতারা৷ সেখান থেকেই সাংসদের গ্রেফতারির দাবিতে সরব হন কৃষক আন্দোলনের নেতারা৷ এদিন সংযুক্ত কিষাণ মোর্চার তরফে উপস্থিত ছিলেন, দর্শন পাল, হান্নান মোল্লা, যদুবীর সিং, রাকেশ টিকায়িতরা৷ কুস্তিগিরদের আন্দোলনকে সমর্থন জানান তাঁরা।

উল্লেখ্য, এর আগে কেন্দ্র সরকারের তিন কৃষি আইনের বিরুদ্ধে টানা এক বছর ধরে দিল্লি উপকন্ঠে ধর্নায় বসে সংযুক্ত কিষাণ মোর্চা৷ কৃষক আন্দোলনের চাপে তিন আইন প্রত্যাহার করে মোদী সরকার৷ যদিও তাঁদের একাধিক বিষয়ে সরকার মেনে নেয়নি৷ রবিবার কৃষকদের মিছিল যন্তর মন্তরে উপস্থিত হবে৷ আগে থেকেই আন্দাজ করতে পেরেছিল প্রশাসন। সকাল থেকেই যন্তর মন্তরে নিরাপত্তা বাড়ানো হয়।