২৪ ঘণ্টাতেই আবহাওয়া বদলে ব্যাপক ঝড়-বৃষ্টির আশঙ্কা

আর কয়েক ঘণ্টার মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং দক্ষিণ বঙ্গোপসাগরে বেশিরভাগ অংশ এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের কিছু অংশে বর্ষার আগমন ঘটবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া…

আর কয়েক ঘণ্টার মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং দক্ষিণ বঙ্গোপসাগরে বেশিরভাগ অংশ এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের কিছু অংশে বর্ষার আগমন ঘটবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। যার জেরে আগামী ৫ দিন টানা ভারী বৃষ্টির সম্ভাবনা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে।

এদিকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়িতে। সেইসঙ্গে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতর। ভারী বৃষ্টি হবে কলকাতায়। তবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও সারাদিন আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে৷

   

অন্যদিকে তীব্র গরম বাড়বে দেশের বেশ কয়েকটি রাজ্যে বলে খবর। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় তীব্র তাপপ্রবাহ হবে মধ্যপ্রদেশ, বিহার এবং ঝাড়খন্ডে। এর পাশাপাশি ধূলিঝড়ের সম্ভাবনা রয়েছে রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা এবং রাজধানী দিল্লিতে।