মমতার পথে নীতি আয়োগের বৈঠক বয়কট কেজরিওয়ালের

নীতি আয়োগের বৈঠক বয়কট করলেন আরও এক মুখ্যমন্ত্রী। অরবিন্দ কেজরিওয়াল জানালেন, সহযোগিতাপূর্ণ যুক্তরাষ্ট্রীয় কাঠামো এখন একটা উপহাস মাত্র। সুতরাং, নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়া অর্থহীন…

Mamata Banerjee and Arvind Kejriwal during a political rally

নীতি আয়োগের বৈঠক বয়কট করলেন আরও এক মুখ্যমন্ত্রী। অরবিন্দ কেজরিওয়াল জানালেন, সহযোগিতাপূর্ণ যুক্তরাষ্ট্রীয় কাঠামো এখন একটা উপহাস মাত্র। সুতরাং, নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়া অর্থহীন

উল্লেখ্য, এর আগে বাংলার মুখ্যমন্ত্রী নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার কথা জানিয়েও তা বাতিল করেন। তিনি প্রতিনিধি হিসেবে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে পাঠানোর প্রস্তাব দিয়েছিলেন। তা নাকচ করে নীতি আয়োগ কমিটি।

   

উল্লেখ্য, কেন্দ্র বিরোধিতায় নতুন করে সরব দিল্লি সরকার। আমলাদের নিয়োগ, বদলি নিয়ে দিল্লি সরকারের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতায় খর্ব করা হয়েছে কেন্দ্রের সাম্প্রতিকতম অর্ডিন্যান্সে । তা রুখতেই বিরোধী দলগুলির দ্বারস্থ হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লিতে নীতীশ কুমার, কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে সহযোগিতা চেয়েছেন।

শুক্রবার কেজরিওয়াল প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানান, মানুষ তো জিজ্ঞেস করবেই, প্রধানমন্ত্রী যদি সুপ্রিম কোর্টের নির্দেশ না মানেন, তাহলে সাধারণ মানুষ বিচারের জন্য কোথায় যাবেন। এই অবস্থায় নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার কোনও অর্থ নেই।