Odisha: মহুয়ায় মাতাল হয়ে ভোঁস ভোঁসিয়ে ঘুমোচ্ছিল হাতিরা, মা-ছানা সবার একই হাল

মহুয়া (Mahua) খেয়ে ঘুম! এমন ঘুম যে কারোর কোনও হুঁশ নেই। একপাল হাতি, তাদের ছানাপোনা সবাই ঘুমোচ্ছিল ভোঁস ভোঁস করে। বিরল ও মজার এই ছবি…

মহুয়া (Mahua) খেয়ে ঘুম! এমন ঘুম যে কারোর কোনও হুঁশ নেই। একপাল হাতি, তাদের ছানাপোনা সবাই ঘুমোচ্ছিল ভোঁস ভোঁস করে। বিরল ও মজার এই ছবি প্রকাশ হয়েছে ওড়িশা (Odisha) থেকে।

ঘটনাস্থল ওড়িশার কেওনঝরের শিলিপদা গ্রাম। স্থানীয় বাসিন্দারা জঙ্গলের ভিতরে হাড়িতে মহুয়া রেখে গেঁজানোর জন্য ফেলে রেখেছিলেন। বুধবার ভোরে এক বাসিন্দা গিয়েছিলেন সেই মহুয়ার মদ আনতে। তিনি দেখতে পান সব হাড়ি ভাঙা। মদ নেই। সব ফাঁকা।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

কিছুদূরে তিনি দেখেন জঙ্গলের মধ্যে একপাল হাতি ঘুমোচ্ছে। তিনি গুনে দেখেন ২৪টি হাতি শুয়ে আছে। সবই বুঝতে পারেন ওই গ্রামবাসী। মহুয়া খেয়েই এমন বেহুঁশ ঘুম হাতিদের। তিনি কয়েকজনকে ডেকে হাতিদের ঘুম ভাঙানোর চেষ্টা করেন।

ঢাক ঢোলের আওয়াজে চোখ পিটপিট করে হাই তুলে হাতিরা অবাক হয়ে যায়। সবাই তড়বড়িয়ে উঠতেই বিপত্তি। যদি তারা তেড়ে আসে? এই ভয়ে গ্রামবাসীরা আরও জোরে আওয়াজ করতে শুরু করেন। এরপর হাতির পাল জঙ্গলের দিকে ছুটতে শুরু করে।

ওড়িশার হাতিদের ঘুমন্ত ছবি হয়েছে ভাইরাল। এর আগে চিনে সার সার হাতির ঘুমিয়ে থাকার ছবিতে মুগ্ধ হয়েছিল দুনিয়া।