ভোটের বদলে পড়ুয়াদের উদ্ধারে নজর দিন মোদী, পরামর্শ অধীরের

রাশিয়ার বোমাবর্ষণের জেরে প্রথম ভারতীয় ছাত্রের মৃত্যু হল ইউক্রেনে। খারকিভে মৃত্যু হয়েছে কর্ণাটকের বাসিন্দা শেখারাপ্পা জ্ঞানগউধর নবীনের। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র…

রাশিয়ার বোমাবর্ষণের জেরে প্রথম ভারতীয় ছাত্রের মৃত্যু হল ইউক্রেনে। খারকিভে মৃত্যু হয়েছে কর্ণাটকের বাসিন্দা শেখারাপ্পা জ্ঞানগউধর নবীনের। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি। আর এই ইস্যুতেই প্রধানমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।

তিনি টুইট করে বলেন, ‘ইউক্রেনে ভারতীয়র মৃত্যুর ঘটনায় আমি একেবারে বাকরুদ্ধ। ভোটের বদলে পড়ুয়াদের উদ্ধারে নজর দিন মোদী। পরিস্থিতি খারাপ থেকে আরও খারাপ হচ্ছে। পুরো দেশ অসহায় পড়ুয়াদের পাশে আছে। ভগবান সকলকে রক্ষা করুক।’

অন্যদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এই ঘটনায় শোকপ্রকাশ করে জানিয়েছেন, ‘ইউক্রেনে কর্ণাটকের বাসিন্দা নবীন নামের এক ভারতীয় ছাত্রের প্রাণ হারানোর মর্মান্তিক খবর পাওয়া গেছে। তার পরিবার ও বন্ধুদের প্রতি আমার আন্তরিক সমবেদনা। আমি আবারও বলছি, নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য ভারত সরকারের একটি কৌশলগত পরিকল্পনা প্রয়োজন। প্রতিটি মিনিটই এখন মূল্যবান।’

উল্লেখ্য, এদিন সুপার মার্কেটের সামনে রুশ বাহিনীর গুলিতে নিহত হন নবীন। মঙ্গলবার সকাল থেকে ইউক্রেনের সব বড় বড় শহরে হামলা জোরদার করেছে রাশিয়া। রুশ সেনাবাহিনীর একটি বড় কনভয় দ্রুত কিয়েভের দিকে এগিয়ে যাচ্ছে বলে খবর।

অরিন্দম বাগচী বলেন, ‘খরকিভে যে বিমান হামলা হচ্ছে তাতে এক ভারতীয় ছাত্রের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আমি অত্যন্ত ব্যথিত। এই মুহূর্তে মন্ত্রক ওই পড়ুয়ার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে। আমরা পড়ুয়ার পরিবারের সঙ্গে আছি।’