শ্লীলতাহানিতে অভিযুক্ত বিজেপি নেতার অবৈধ আবাসন ভাঙল পুলিশ

আরও বিপাকে বিজেপি নেতা শ্রীকান্ত ত্যাগী। বিগত সপ্তাহে এক মহিলাকে গালিগালাজ ও শ্লীলতাহানি করার অভিযোগে শিরোনামে উঠে আসেন শ্রীকান্ত। এদিকে বিজেপি কর্মী শ্রীকান্ত ত্যাগীর নয়ডার…

আরও বিপাকে বিজেপি নেতা শ্রীকান্ত ত্যাগী। বিগত সপ্তাহে এক মহিলাকে গালিগালাজ ও শ্লীলতাহানি করার অভিযোগে শিরোনামে উঠে আসেন শ্রীকান্ত। এদিকে বিজেপি কর্মী শ্রীকান্ত ত্যাগীর নয়ডার একটি হাউজিং সোসাইটির জবরদখল সোমবার ভেঙে দিয়েছে কর্তৃপক্ষ।

এদিন নয়ডার সেক্টর ৯৩-এর গ্র্যান্ড ওমেক্সে বুলডোজার নিয়ে হাজির হয় পুলিশ। এরপর ওই বিজেপি নেতার অবৈধ আবাসন ভেঙে গুঁড়িয়ে দেয় পুলিশ। নয়ডা হাউজিং সোসাইটির বাসিন্দাদের উল্লাস করতে এবং হাততালি দিতে দেখা যায়। বাসিন্দারা জানিয়েছেন, ” মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং নয়ডা কর্তৃপক্ষের সিইও-র এই পদক্ষেপে আমরা খুশি। আমরা তার (ত্যাগীর) অবৈধ নির্মাণ এবং আচরণে বিরক্ত হয়েছিলাম।”

   

একইসঙ্গে শ্রীকান্ত ত্যাগীর খোঁজেও জোরদার করেছে পুলিশ। প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিজেপি নেতার শেষ লোকেশন পাওয়া গিয়েছে উত্তরাখণ্ডের ঋষিকেশে। সূত্রের খবর, এক ডজনেরও বেশি বার তাঁর মোবাইল অফ অন করা হয়েছিল। জানা গিয়েছে, হরিদ্বারের একটি জায়গায় সিসিটিভিতে ধরা পড়েছে শ্রীকান্তও।

নয়ডা পুলিশের সাতটি দল ঋষিকেশ এবং হরিদ্বারের আশেপাশে উপস্থিত রয়েছে। লোকেশন খুঁজে পাওয়ার পর শ্রীকান্ত ত্যাগীর খোঁজে তল্লাশি জোরদার করেছে পুলিশ। একই সঙ্গে নির্যাতিতার সঙ্গে দেখা করে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হবে বলে আশ্বাস দিয়েছেন বিজেপি সাংসদ মহেশ শর্মা। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী বলেন, ‘কোনো ব্যবস্থা নেওয়া হলে ভালো হয়। তবে এত তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া হবে, এমন আশা আমার নেই। আমি আশা করি কিছু পদক্ষেপ নেওয়া হবে এবং শীঘ্রই তাকে গ্রেপ্তার করা হবে।