Minister: ‘প্রধানমন্ত্রীই তো মানা করেছেন, তাহলে কেন মাস্ক পরব’

‘প্রধানমন্ত্রীই (PM Narendra Modi) তো বলেছেন মাস্ক না পরতে, তাই পরিনি’। প্রকাশ্যে এমনই মন্তব্য করে বিতর্কের সৃষ্টি করলেন কর্ণাটকের এক বিজেপি নেতা। কর্ণাটকের মন্ত্রী উমেশ…

‘প্রধানমন্ত্রীই (PM Narendra Modi) তো বলেছেন মাস্ক না পরতে, তাই পরিনি’। প্রকাশ্যে এমনই মন্তব্য করে বিতর্কের সৃষ্টি করলেন কর্ণাটকের এক বিজেপি নেতা। কর্ণাটকের মন্ত্রী উমেশ কাট্টি (Umesh Katti) কোভিড বিধি না মেনে চরম বিতর্কের সৃষ্টি করেছেন। মাস্ক কেন পরেননি? এ বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীই বলেছেন মাস্ক পরার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ বা আত্মদায়িত্ব নেই। মোদীজিই বলেছেন মাস্ক পরা বা না পরা একটি স্বতন্ত্র সিদ্ধান্ত। আমি মনে করি আমাকে এটি পরতে হবে না তাই আমি পরিনি। কোনও সমস্যা নেই।’

উল্লেখ্য, উমেশ কাট্টি একজন বিজেপি নেতা এবং কর্ণাটকের বর্তমান খাদ্য, অসামরিক সরবরাহ ও ভোক্তা বিষয়ক ও বন মন্ত্রী। বর্তমানে দেশে করোনার তৃতীয় ঢেউ আছরে পড়েছে । এদিকে সংক্রমণ ঠেকাতে একাধিক রাজ্যে জারি হয়েছে বিধিনিষেধ। এমনকি মাস্ক না পরলে করা হচ্ছে জরিমানা। এহেন পরিস্থিতিতে বিজ্জেপি নেতার এহেন মন্তব্যকে ঘিরে যথেষ্ট বিতর্ক শুরু হয়েছে।

   

সম্প্রতি কর্ণাটকের কংগ্রেস নেতা ডিকে শিবকুমার (DK Shivkumar) নিজের কর্মকাণ্ডের জেরে শিরোনামে উঠে আসেন। মেকাদাতু মার্চের পরেই তিনি অসুস্থ হয়ে পরেন। সন্দেহ করা হয়েছিল যে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। যদিও তিনি নিজের নমুনা পরীক্ষা করাতে অস্বীকার করেন। তিনি বলেন, “স্বাস্থ্যমন্ত্রী চাইলে তাকে তার নমুনা দিতে দিন। আমি আইন জানি। তুমি চাইলে আমার বিরুদ্ধে মামলা করো কিন্তু আমি আমার নমুনা দেব না।”

এদিকে, কর্ণাটক সরকার কিছু চিকিৎসককে কোভিড-১৯ সম্পর্কিত ভুল তথ্য প্রচারের অভিযোগে ব্যবস্থা নেওয়ার জন্য সতর্ক করেছে। স্বাস্থ্য ও পরিবার পরিষেবা কমিশনার মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছেন, কিছু চিকিৎসক কোভিড-১৯ সম্পর্কে অসম্পূর্ণ, মিথ্যা এবং ভিত্তিহীন তথ্য দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।