Tripura: প্রতিমাসে আসব বলে ‘ভোটপাখি’ অভিষেক, গুঞ্জন তৃণমূলেই

ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস দলীয় কর্মীদের উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বার্তা ছিল, প্রতিমাসে ত্রিপুরা ঘুরে যাবেন তিনি। দলীয় সমর্থকদের মধ্যে গুঞ্জন আপাতত ভোটপাখি হয়ে আসছেন।…

Abhishek Banerjee

ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস দলীয় কর্মীদের উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বার্তা ছিল, প্রতিমাসে ত্রিপুরা ঘুরে যাবেন তিনি। দলীয় সমর্থকদের মধ্যে গুঞ্জন আপাতত ভোটপাখি হয়ে আসছেন। উপনির্বাচনের পর উড়ে যাবেন ফের। আগামী ২৩ জুন চারটি কেন্দ্রে উপনির্বাচন। সূত্রের খবর, কোনওটিতে তেমন প্রতিদ্বন্দ্ব্বিতা গড়ে তোলার আশা দেখছেন না রাজ্য নেতারা।

উপনির্বাচনে পরপরই বিধানসভা ভোট। এর আগে প্রবল বিতর্কিত বিপ্লব দেবকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়েছে বিজেপি। প্রধান বিরোধী দল সিপিআইএমের দাবি, মুখ বদলেও সরকার বাঁচানো যাবে না বিজেপি সেটা জানে।

   

গত পুরনির্বাচন থেকে এ রাজ্যে নতুন করে ভোট যুদ্ধে নামলেও একাধিক নেতাদের দলবদলে তৃণমূলের অবস্থাও ছন্নছাড়া। এই অবস্থায় উপনির্বাচনের আগে প্রার্থীদের প্রচারে মঙ্গলবার ত্রিপুরা যাচ্ছেন অভিষেক।

আগরতলার বড়দোয়ালি বিধানসভার গান্ধীঘাট থেকে আগরতলার বিধানসভার জিবি বাজার অবধি রোড শো করবেন তিনি। তার প্রস্তুতি শুরু করেছে রাজ্য নেতৃত্ব৷ গত কয়েকমাস ধরেই একটানা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গে দলীয় কর্মীদের চোখে ‘গদ্দার’ রাজীব বন্দ্যোপাধ্যায়৷ সঙ্গে রয়েছেন টিএমসি রাজ্য সভাপতি সুবল ভৌমিক, সুস্মিতা দেব।

গত পুরসভা নির্বাচনে তৃণমূলের যে ঝাঁঝ ছিল, উপনির্বাচনে তা অনেকটাই নিস্তেজ। কারণ, তৃণমূলের টিকিটে জয়লাভ করে একমাত্র পুরসভার কাউন্সিলর বিজেপিতে যোগদান করেছেন। মাথা মুড়িয়ে তৃণমূলে যোগদানকারী প্রাক্তন বিধায়ক আশিস দাস তৃণমূল ছেড়েছেন৷ উত্তর-পূর্বের এই রাজ্যে উপনির্বাচনে তৃণমূল কতটা জায়গা পাবেন সেটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

অন্যদিকে, বিজেপিকে টক্কর দিতে ঘুটি সাজাচ্ছেন মানিক সরকাররা। প্রাক্তন মুখ্যমন্ত্রীর কার্যকলাপকে সামনে রেখেই বর্তমান মুখ্যমন্ত্রীকে রোখার চেষ্টা করতে বামেরা। আবার আন্ডারডগ হিসাবে এই নির্বাচনে ছাপ ফেলতে চায় সুদীপ রায় বর্মনরাও। তাই তৃণমূলের জন্য এই নির্বাচন একেবারে সহজ নয়।

বিধানসভা নির্বাচনের আগে এটা সেমিফাইনাল। তাই উপনির্বাচনকে বিশেষ গুরুত্ব দিতে চাইছে তৃণমূল নেতৃত্ব৷ তাঁদের লক্ষ্য আগামী বছরের নির্বাচনে ত্রিপুরায় ঘাসফুলে বিস্তার ঘটানো। এবার সরকার গঠন করতে না পারলেও বিরোধী বেঞ্চে বসে জাতীয় রাজনীতিতে নজর কাড়তে মরিয়া ঘাসফুল শিবির।