প্রসেনজিতের কাছে ধরা পড়ে গেল দিতিপ্রিয়া

বাবার কাছে ধরা পড়ে গেল দীতিপ্রিয়া। শীঘ্রই বড় পর্দায় আসতে চলেছে ‘আয় খুকু আয়’ (Aay Khuku Aay)। যেখানে প্রধান চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সঙ্গে…

Prosenjit Chatterjee Ditipriya

বাবার কাছে ধরা পড়ে গেল দীতিপ্রিয়া। শীঘ্রই বড় পর্দায় আসতে চলেছে ‘আয় খুকু আয়’ (Aay Khuku Aay)। যেখানে প্রধান চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সঙ্গে রয়েছেন দিতিপ্রিয়া। প্রসেনজিতের মেয়ে হয়েছেন দিতিপ্রিয়া। বর্তমানে চলছে ছবি প্রমোশন। যার কারণে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন রিয়েলিটি শো’র প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে দুজনকে।

কিন্তু বাবার কাছে কিভাবে ধরা পড়লেন দিতিপ্রিয়া! এখানে উঠছে প্রশ্ন। সম্প্রতি আয় খুকু আয় নিয়ে একটি ভিডিও পোস্ট হয়েছে ইনস্টাগ্রামে। যেখানে দেখা গিয়েছে অনলাইন ক্লাস না করে ঘুমিয়ে পড়ছে দিতিপ্রিয়া। বাবা এনে দিয়েছে কফি। সঙ্গে বকা খেতে হচ্ছে দিতিপ্রিয়াকে। তিন দিন ধরে স্কুলের অনলাইন ক্লাস করছেন না সে। অথচ মোবাইল খেলছে গেম। তাই রাগ করে বাবা নিয়ে নিয়েছে মোবাইল ফোন। যার কারণে বেশ কিছুটা বিরক্তও হয়েছে মেয়ে। একই সঙ্গে বাবা জানিয়েছে, পরীক্ষা পর্যন্ত পাওয়া যাবে না ফোন।

   

অর্থাৎ এ থেকেই বোঝানো হয়েছে বাবা কতটা কেয়ারিং হয়। দায়িত্বসহ নিজেদের ছেলেমেয়েদের পড়াশোনার দিকে এগিয়ে দেয়। তাদের মানুষের মত মানুষ করতে চায়। এই ভিডিওটির মাধ্যমে সেই বার্তাই দেওয়া হয়েছে। এবার দেখার বিষয় ‘আয় খুকু আয়’, দর্শকদের মনে ঠিক কতটা জায়গা করে নিতে পারে। ইতিমধ্যেই ছবির একাধিক পোস্টার এসেছে সামনে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Grassroot Entertainment (@grassrootent)