অশনির জেরে অন্ধ্র উপকূলে ভেসে এল সোনার রথ

গতি বদলে মঙ্গলবার রাতে হঠাৎ অন্ধপ্রদেশ উপকূলের দিকে এগিয়ে গিয়েছে ঘূর্ণিঝড় অশনি। অন্ধ্র উপকূলে চলছে প্রবল বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া। বুধবার সকাল থেকেই বিশাখাপত্তনম ও…

গতি বদলে মঙ্গলবার রাতে হঠাৎ অন্ধপ্রদেশ উপকূলের দিকে এগিয়ে গিয়েছে ঘূর্ণিঝড় অশনি। অন্ধ্র উপকূলে চলছে প্রবল বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া। বুধবার সকাল থেকেই বিশাখাপত্তনম ও সংলগ্ন উপকূলে লাল সর্তকতা জারি হয়েছে। এই দুর্যোগের মাঝে বুধবার সকালে শ্রীকাকুলাম জেলার উপকূলে দেখা যায় ভেসে এসেছে একটি সোনার রথ।

নিছক কোন গল্প নয়,এটাই বাস্তব। জানা গিয়েছে, বুধবার সকালে হঠাৎ শ্রীকাকুলাম সংলগ্ন সুন্নাপল্লীর কাছে সমুদ্রে সোনালি রঙের এক বিশাল রথ ভাসতে দেখা যায়।

ঝড়ের দাপটে একসময় সমুদ্রের পাড়ে চলে আসে রথটি। অনেকে মিলে ধরাধরি করে রথটিকে পাড়ে তুলে আনেন। দেখা যায় রথটি সোনার তৈরি। তবে কোথা থেকে এই রথ ভেসে এসেছে সে ব্যাপারে পুলিশ নিশ্চিত করে কিছু বলতে পারেনি।

পুলিশের অনুমান, দক্ষিণ-পূর্ব এশিয়ার কোনও দেশ থেকে ঝড়ের দাপটে রথটি ভেসে এসেছে। এই রথ নিয়ে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।

স্থানীয় পুলিশ বিষয়টি গোয়েন্দা দফতরকে জানিয়েছে। রথটি নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, দুর্যোগ মিটে গেলেই এই রথটি কোথা থেকে এসেছে সে ব্যাপারে খোঁজখবর শুরু হবে।