শোনা যাচ্ছিল একাধিক নাম। শেষ পর্যন্ত টুটু বসুর প্রত্যাবর্তন। বুধবার মোহনবাগানের (Mohun Bagan) কার্যকরী কমিটির বৈঠকে টুটুবাবুর নাম চূড়ান্ত হয়েছে। সেই সঙ্গে ক্লাবের সংবিধানে কিছু বদল নিয়ে আসা হয়েছে।
অনেক নাম ভাসলেও শেষ পর্যন্ত মোহনবাগান সভাপতি হিসেবে টুটু বসুর বিকল্প বাছতে পারলেন না মোহনবাগান কর্তারা। এ’দিন দুপুরে ক্লাবের কার্যকরী সমিতির বৈঠকে বাগান সভাপতি হিসেবে অল্প সময়ের মধ্যেই চূড়ান্ত হয়ে যায় টুটু বসুর নাম। বৈঠক শেষে ক্লাব সচিব দেবাশিস দত্তের দাবী, বাগান সভাপতি হতে আগ্রহী ছিলেন অনেকেই। এই মুহূর্তে টুটু বসু দুবাইতে রয়েছেন। ফোনে তাঁর সঙ্গে কথা বলেছেন সচিব।
এতদিন বাগান সভাপতি হতে গেলে সেই ব্যক্তিকে ২০ বছরের ক্লাব সদস্য হতে হত। এদিনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই কুড়ি বছরের সময়কে কমিয়ে পনেরো বছর করা হল। এ ব্যাপারে কুণাল ঘোষ সংবাদ মাধ্যমে জানিয়েছেন, একটা অ্যামেডমেন্ট নিয়ে আসা হয়েছে। যাতে বলা রয়েছে কেউ পনেরো বছর ক্লাবের সদস্য হলে তিনি ক্লাবের সভাপতি হতে পারবেন।
মোহনবাগান নামের আগে এটিকে সরানোর প্রসঙ্গে বাগান সচিব দেবাশিস দত্ত জানান, “বিষয়টি আলোচনার স্তরে আছে। আশাকরি সমস্যার সমাধান হয়ে যাবে দ্রুত।”