Next Prime Minister in India: শাহকে পরবর্তী প্রধানমন্ত্রী ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী

অসমে বিজেপি জোট সরকারের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানের মঞ্চে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তাঁকেই আগামী প্রধানমন্ত্রী (next Prime Minister) বলে ঘোষণা করে…

Union Home Minister Amit Shah

অসমে বিজেপি জোট সরকারের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানের মঞ্চে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তাঁকেই আগামী প্রধানমন্ত্রী (next Prime Minister) বলে ঘোষণা করে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Bishwasharma)।

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা তাঁর ভাষণে বলেন, মঞ্চে উপস্থিত প্রধানমন্ত্রী অমিত শাহ আমাদের শ্রদ্ধেয় স্বরাষ্ট্রমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে অভিনন্দন জানাই। হিমন্তের ওই বক্তব্যের ১৪ সেকেন্ডের ভিডিও ক্লিপটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়।

বিজেপি নেতৃত্বের সাফাই, নিতান্তই মুখে ফসকে এই কথা বলেছেন হিমন্ত। তবে রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, মুখ ফসকে এত বড় কথা বলতে পারেন না হিমন্ত। এটা বিজেপির গোষ্ঠী কোন্দলের জের।

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত অমিত শাহর অনুগামী বলেই পরিচিত। সে কারণেই তিনি শাহকে প্রধানমন্ত্রী বলে তুলে ধরেছেন। তাছাড়া মোদী জমানায় পেট্রোল-ডিজেল থেকে শুরু করে প্রতিটি নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম এতটাই বেড়েছে যে সাধারণ মানুষ নাজেহাল হয়ে পড়েছেন। এই অবস্থায় মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে তুলে ধরে পরবর্তী নির্বাচনে লড়াই করলে বিজেপির ভরাডুবি অবশ্যম্ভাবী। সে কারণে এখন থেকেই কৌশলে প্রধানমন্ত্রী হিসেবে শাহর নাম তুলে এনেছেন হিমন্ত।

কংগ্রেস কটাক্ষ করে বলেছে, পরবর্তী প্রধানমন্ত্রী নিজেই বেছে নিয়েছে বিজেপি। যদিও কেন্দ্রে ক্ষমতায় রয়েছে এনডিএ। কিন্তু বিজেপি শিবির যে শরিকদের মতামতকে পাত্তা দিতে আদৌ রাজি নয় হিমন্ত সেটাই স্পষ্ট করে দিয়েছেন।

নেটিজেনরা হিমন্তের এই ভিডিও ক্লিপ সামনে আসতেই সরব হয়েছেন। তাঁরা একটি পুরনো ফেসবুক পেজ পোস্ট করে বলেছেন, সর্বানন্দ সোনওয়াল অসমের মুখ্যমন্ত্রী থাকাকালীন রাজ্যের এক সাংসদ হিমন্তকে অসমের মুখ্যমন্ত্রী বলে সম্মোধন করেছিলেন। কিছুদিনের মধ্যেই দেখা যায় হিমন্ত অসমের মুখ্যমন্ত্রী হয়েছেন। ঠিক একইভাবে শাহকে প্রধানমন্ত্রী বলে বিজেপির গোপন পরিকল্পনা ফাঁস করে দিয়েছেন হিমন্ত।

অসমের মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় এটাও স্পষ্ট হয়ে গিয়েছে যে, এনডিএ-র কোন শরিককেই ধর্তব্যের মধ্যে রাখছে না বিজেপি। গেরুয়া দলই কে কোন দফতরের মন্ত্রী হবেন, কে প্রধানমন্ত্রী হবেন তা নিজারাই ঠিক করছে। শরিকরা শুধুই দর্শক মাত্র।

হিমন্ত স্পষ্ট করে দিয়েছেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির মুখ হতে চলেছেন শাহ। হিমন্ত অনিচ্ছাকৃত কোনও ভুল করেননি, বরং রীতিমতো পরিকল্পনা মতোই তিনি প্রধানমন্ত্রী হিসেবে শাহর নাম ঘোষণা করেছেন। হিমন্তের এই ঘোষণায় বলা যেতে পারে বিজেপিতে মোদী জমানা শীঘ্রই শেষ হতে চলেছে।