বিজেপি নেতার ফার্মহাউসে খুন

বিজেপি নেতার ফার্মহাউসে বছর ১৯-এর এক মেয়ের মৃত্যু ঘিরে অশান্ত হয়ে উঠেছে উত্তরাখণ্ড (Uttarakhand)। ঋষিকেশের লক্ষ্মণ ঝুলা এলাকায় তার রিসোর্টে রিসেপশনিস্ট হিসেবে কাজ করা ১৯…

বিজেপি নেতার ফার্মহাউসে বছর ১৯-এর এক মেয়ের মৃত্যু ঘিরে অশান্ত হয়ে উঠেছে উত্তরাখণ্ড (Uttarakhand)। ঋষিকেশের লক্ষ্মণ ঝুলা এলাকায় তার রিসোর্টে রিসেপশনিস্ট হিসেবে কাজ করা ১৯ বছর বয়সী এক তরুণী অঙ্কিতা ভাণ্ডারীকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রধান অভিযুক্ত পুলকিত আর্যকে গ্রেফতার করা হয়েছে। গত ১৮ সেপ্টেম্বর মেয়েটি নিখোঁজ হয় বলে জানা যায়।

গত ১৮ সেপ্টেম্বর মেয়েটি নিখোঁজ বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, ওই দিন রাত ৮টা নাগাদ পুলকিত আর্য, রিসর্ট ম্যানেজার সৌরভ ভাস্কর এবং অঙ্কিত ওরফে পুলকিত গুপ্ত নামে আর এক অভিযুক্তের সঙ্গে ঋষিকেশে যান তিনি। সূত্রের খবর, এর কিছুক্ষণ পর ওই তিনজন ও মেয়েটির মধ্যে ঝগড়া শুরু হয়। মেয়েটি তিনজনের বিরুদ্ধে পুলকিত আর্যের মালিকানাধীন রিসোর্টে অবৈধ ক্রিয়াকলাপ চালানোর অভিযোগ করেছে এবং জনসমক্ষে যাওয়ার হুমকি দিয়েছে। রাগের বশে ওই তিন জনই মেয়েটিকে খালে ঠেলে ফেলে দেয় বলে অভিযোগ। শুক্রবার পুলিশ জানিয়েছে, নিখোঁজের রিপোর্টকে খুনের মামলায় রূপান্তরিত করা হয়েছে। উত্তরাখণ্ডের পাউরি গাড়োয়াল পুলিশ প্রধান অভিযুক্ত পুলকিত আর্য, যিনি এই রিসর্টের মালিক, সহকারী ম্যানেজার অঙ্কিত গুপ্তা এবং ম্যানেজার সৌরভ ভাস্করকে গ্রেফতার করেছে।

শুধু তাই নয়, ওই রিসর্টটি বুলডোজার দিয়ে ভেঙে ফেলার কাজ ইতিমধ্যে শেষ হয়েছে।