চিরুকুটে লেখা ‘বোমা’, তড়িঘড়ি বিমান থেকে নামানো হল যাত্রীদের

সাতসকালে বিমানে ফের একবার বোমাতঙ্ক ছড়ালো। মঙ্গলবার সাত সকাল সকালে রাজধানী দিল্লি থেকে বারাণসীগামী ইন্ডিগোর বিমানে বোমা থাকার খবর চাউর হতেই সর্বত্র শোরগোল পড়ে যায়।…

সাতসকালে বিমানে ফের একবার বোমাতঙ্ক ছড়ালো। মঙ্গলবার সাত সকাল সকালে রাজধানী দিল্লি থেকে বারাণসীগামী ইন্ডিগোর বিমানে বোমা থাকার খবর চাউর হতেই সর্বত্র শোরগোল পড়ে যায়। সব যাত্রীকে নামিয়ে ফ্লাইটটি আইসোলেশন ওয়েতে নিয়ে যাওয়া হয় ফ্লাইটটি পরীক্ষা করার জন্য।

Advertisements

এভিয়েশন সিকিউরিটি, ডগ স্কোয়াড ও বম্ব ডিসপোজাল স্কোয়াডের টিমও ঘটনাস্থলে রয়েছে। বিমানটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে প্রাথমিক তদন্তে সন্দেহজনক কোনো বস্তু পাওয়া যায়নি। আপাতত তদন্ত চলছে। বিমানের এমার্জেন্সি দরজা দিয়ে সকল যাত্রীকে বের করানো হয়। ইতিমধ্যে এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় তীব্র গতিতে ভাইরাল হয়েছে। Indigo সূত্রে খবর, মঙ্গলবার ভোর ৫টা ৩৫ মিনিট নাগাদ দিল্লি-বারাণসী বিমানে বোমাবাজির হুমকি আসে। বিমানের ক্রুরা বিমানের টয়লেটে টিস্যু পেপারে একটি চিরকুট পান যেখানে লেখা থাকে ‘বোমা’। এরপর চিরকুটটি সম্পর্কে গুরুত্ব সহকারে গ্রহণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয় এবং রানওয়েতে ফ্লাইটটি বন্ধ করে দেওয়া হয়।

বিজ্ঞাপন

এ সময় বিশৃঙ্খলার পরিবেশও তৈরি হয়। সব যাত্রীকে জরুরি গেট দিয়ে বের করে আনা হলেও কিছু যাত্রী মূল দরজা থেকেও লাফিয়ে পড়তে শুরু করেন।