আতঙ্কের মাঝেও কোভিডের টিকা পেয়েছেন ৯০ শতাংশ প্রাপ্তবয়স্ক ভারতবাসী

Covid: New Variant JN.1 Spreads in India — How Dangerous Is It? Here's What Experts Say
Covid: New Variant JN.1 Spreads in India — How Dangerous Is It? Here's What Experts Say

গণ টিকাকরণ মিশনে ফের বড় সাফল্য পেল কেন্দ্রীয় সরকার। ভারতের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৯০ শতাংশকে কোভিড-১৯ এর বিরুদ্ধে পুরোপুরি টিকা দেওয়া হয়েছে বলে জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডভিয়া।

টুইটারে স্বাস্থ্যমন্ত্রী একে ‘অসাধারণ কৃতিত্ব’ বলে অভিহিত করে বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সবকা সাথ, সবকা প্রয়াসের মন্ত্রের মাধ্যমে ভারত তার প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৯০ শতাংশকে সম্পূর্ণ টিকা প্রদান করেছে। আমরা একসঙ্গে মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হব।’

   

উল্লেখ্য, দেশে ফের একবার মাথাচাড়া দিয়ে উঠেছে কোভিডের সংক্রমণ। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে জারি করা বুলেটিন অনুযায়ী, বিগত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬.১৩৫ জন। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ১৬,১৩৫ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মারা গিয়েছেন ২৮ জন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন