করোনার আতঙ্ক বাড়িয়ে এক ধাক্কায় আক্রান্ত ৪৪ শিশু

দৈনিক সংক্রমণের হার নিম্নমুখী হলেও ভয় ধরাচ্ছে নয়ডা। জানা গিয়েছে, উত্তর প্রদেশের গৌতম বুদ্ধ নগরে আরও বেশি সংখ্যক শিশু করোনায় আক্রান্ত হয়েছে। উত্তর প্রদেশ সরকার…

infected with corona

দৈনিক সংক্রমণের হার নিম্নমুখী হলেও ভয় ধরাচ্ছে নয়ডা। জানা গিয়েছে, উত্তর প্রদেশের গৌতম বুদ্ধ নগরে আরও বেশি সংখ্যক শিশু করোনায় আক্রান্ত হয়েছে। উত্তর প্রদেশ সরকার জানিয়েছে, গত ৭ দিনে ৪৪ জন শিশুর নমুনা পরীক্ষায় পজিটিভ এসেছে।

মুখ্যমন্ত্রীর দফতরের তরফ থেকে জানানো হয়েছে, গত ৭ দিনে ৪৪ জন শিশুর কোভিড-১৯-এর রিপোর্ট পজিটিভ এসেছে, যার মধ্যে ১৬ জন শিশুর বয়স ১৮ বছরের কম। নয়ডায় মোট আক্রান্তের সংখ্যা ১৬৭। শতকরা ২৬.৩ শতাংশ শিশু আক্রান্ত হয়েছে।

   

এদিকে, কর্তৃপক্ষ নয়ডা এবং গ্রেটার নয়ডার সমস্ত স্কুলকে নির্দেশ দিয়েছে যে সময়মতো চিকিত্সার জন্য কাশি, সর্দি, জ্বর, ডায়রিয়া বা কোভিড -১৯ এর কোনও লক্ষণ দেখা দিলে তা অবিলম্বে স্বাস্থ্য বিভাগকে জানাতে হবে। উল্লেখ্য, চতুর্থ ঢেউয়ের আতঙ্কের মাঝেই শুক্রবার ভারতে ৯৪৯ টি নতুন কোভিড -১৯ সংক্রমণ রেকর্ড করা হয়েছে। দৈনিক ৬ জনের মৃত্যু নিয়ে ভারতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ২১ হাজার ৭৪৩ জনে। দেশে অ্যাক্টিভ কেস আরও কমে দাঁড়িয়েছে ১১,১৯১-তে। একদিনে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৮১০ জন। আর এই নিয়ে কোভিড থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪,২৫,০৭,০৩৮ জন এবং মৃত্যুর হার রেকর্ড করা হয়েছে ১.২১ শতাংশ। দৈনিক পজিটিভিটির হার ০.২৬ শতাংশ এবং সাপ্তাহিক পজিটিভিটির হার ০.২৫ শতাংশ হিসাবে রেকর্ড করা হয়েছে।