Ukraine War: বিরাট যুদ্ধ জাহাজ মোস্কভা ডুবেছে কৃষ্ণসাগরে, ক্রেমলিনে চাপা আতঙ্ক

রুশ যুদ্ধজাহাজ মোস্কভার (Moskva) উপর ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র হামলা ও সেই বিশাল রণতরী ডুবির ঘটনা কৃষ্ণসাগরে দেশটির নৌশক্তির জন্য একটি বড় ধাক্কা। এমনই মন্তব্য করেছে মার্কিন…

warship Moskva

রুশ যুদ্ধজাহাজ মোস্কভার (Moskva) উপর ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র হামলা ও সেই বিশাল রণতরী ডুবির ঘটনা কৃষ্ণসাগরে দেশটির নৌশক্তির জন্য একটি বড় ধাক্কা। এমনই মন্তব্য করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন। এএফপি জানাচ্ছে, কৃষ্ণসাগরে রাশিয়ার যুদ্ধজাহাজ মোস্কভা বৃহস্পতিবার ডুবে যায়। পরে রুশ প্রতিরক্ষা মন্ত্রক এই তথ্য স্বীকার করে।

বিবিসি জানাচ্ছে, ১৯৮০ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন আমলে তৈরি হয়েছিল মোস্কভা। এই রণতরী রাশিয়ার নৌবাহিনীর অন্যতম শক্তি ছিল। কৃষ্ণসাগরে রুশ নৌ বহরের অধিনায়ক হিসেবে পরিচিত হতো মোস্কভা।

মিসাইল ক্রুজার মোস্কভা গত বুধবার বিস্ফোরণে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক ও রুশ সংবাদ সংস্থা তাস (Tass News) জানাচ্ছে, ক্রুজারে থাকা গোলাবারুদের বিস্ফোরণ ঘটে। ইউক্রেন দাবি করে, তারা রুশ যুদ্ধজাহাজটিতে দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়ার পর যুদ্ধজাহাজটিকে টেনে বন্দরের দিকে নেওয়া হচ্ছিল। কৃষ্ণসাগরে ঝোড়ো আবহাওয়ার মধ্যে পড়ে যুদ্ধজাহাজটি ডুবে যায়।

পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, রুশ নৌবাহিনীর কৃষ্ণসাগর বহরের জন্য এটা একটা বড় ধাক্কা। কৃষ্ণসাগরে রাশিয়ার নৌ আধিপত্য বজায় রাখার প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল এই যুদ্ধজাহাজ।

টার্গেট মোস্কভা রণতরী
বিবিসি জানাচ্ছে, ইউক্রেনে সেনা অভিযান শুরু করার পরদিনই দেশটির স্ন্যাক আইল্যান্ডে রাশিয়ার নৌবাহিনী হামলা করেছিল। এই হামলা করতে গিয়েছিল মোস্কভা যুদ্ধ জাহাজ। রুশ নৌবাহিনীর তরফে ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণের অনুরোধ করা হয়। কিন্তু ওই ইউক্রেনীয় সেনারা আত্মসমর্পণ না করে রুশ যুদ্ধাজাহাজ মোস্কভার নাবিকদের গালাগাল দেয়। ওই সময় রুশ কমান্ডারকে উদ্দেশ্য করে একজন সেনা বলে, গো ফা** ইউরসেলফ। এর পরেই হামলা করেছিল মোস্কভা। প্রাথমিকভাবে খবর বের হয় গালাগাল দেওয়ায় সেই ইউক্রেনীয় সেনাদের মেরে ফেলেছে রুশ বাহিনী। পরে জানা যায় সেই ইউক্রেনীয় সেনাদের আটক করে রাশিয়ার নৌ বাহিনী।

সেই আলোচিত রুশ যুদ্ধ জাহাজ হলো মোস্কভা। ইউক্রেনের তরফে এই রণতরী ধংসের দাবি করা হতেই আন্তর্জাতিক মহল সরগরম। রাশিয়ার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ওই জাহাজটিতে থাকা সকল  নাবিক ও সেনাদের সরিয়ে নেওয়া হয়েছে।  যুদ্ধ জাহাজটিতে ১৬টি জাহাজ বিধ্বংসী ‘ভুলকান’ ক্ষেপণাস্ত্র ছিল। যেগুলো ৭০০ কিলোমিটার দূরে অবস্থিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ১২ হাজার ৫০০ টন ওজনের জাহাজটিতে ৫১০ জন ছিলেন।