কাশ্মীরে প্রচুর অস্ত্রশস্ত্রসহ ধৃত ৩ লস্কর জঙ্গি

জম্মু ও কাশ্মীরে জঙ্গি বিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য পেল জম্মু-কাশ্মীর পুলিশ ও সিআরপিএফের যৌথ বাহিনী। শনিবার মধ্য কাশ্মীরের গান্দেরবাল (Kashmir’s Ganderbal) জেলা থেকে গ্রেফতার…

kashmir

জম্মু ও কাশ্মীরে জঙ্গি বিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য পেল জম্মু-কাশ্মীর পুলিশ ও সিআরপিএফের যৌথ বাহিনী। শনিবার মধ্য কাশ্মীরের গান্দেরবাল (Kashmir’s Ganderbal) জেলা থেকে গ্রেফতার করা হয়েছে তিন জঙ্গিকে । ধৃত তিন জঙ্গি লস্কর-ই-তৈবার সদস্য। ধৃত তিন জঙ্গির কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

শনিবার দুপুরে জম্মু-কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিং জানিয়েছেন, গোপন সূত্রে জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে শুক্রবার রাতে সিআরপিএফ এবং কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী গান্দেরবাল জেলায় সুহামা এলাকায় তল্লাশি অভিযান চালায়। এই তল্লাশি অভিযানে তিন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র।

রাজ্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ধৃত তিন জঙ্গির নাম নাসির আহমেদ, ফয়সাল মঞ্জুর এবং আজহার ইয়াকুব। ধৃতরা সকলেই লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য। ধৃতদের কাছ থেকে ২টি চাইনিজ পিস্তল, ৩টি পিস্তলের ম্যাগাজিন, ১৫ রাউন্ড গুলি, ২টি হাতবোমা, ৩টি মোবাইল ফোন এবং বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছে। ধৃতরা জেরায় স্বীকার করেছে, গত কয়েক মাস ধরে তারা কাশ্মীরের বিভিন্ন এলাকায় নাশকতা চালানোর চেষ্টা চালিয়েছে।