Birbhum: দু’হাজার সমর্থকের বিজেপি ত্যাগ, হাসছেন অনুব্রত

ফের জেলাস্তরে বিজেপিতে ভাঙন। বিরোধী দল বিজেপি থেকে দিনের-পর-দিন নেতৃত্ব বেরিয়ে ঘাসফুল শিবিরে যোগ দিচ্ছেন। সেই তালিকায় বড়সড় পরিবর্তন দেখা গেল বীরভূমে (birbhum )। জেলার…

birbhum-tmc

ফের জেলাস্তরে বিজেপিতে ভাঙন। বিরোধী দল বিজেপি থেকে দিনের-পর-দিন নেতৃত্ব বেরিয়ে ঘাসফুল শিবিরে যোগ দিচ্ছেন। সেই তালিকায় বড়সড় পরিবর্তন দেখা গেল বীরভূমে (birbhum )। জেলার খয়রাশোল ব্লকের বিজেপি সভাপতি সহ দু-আড়াই হাজার সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।

বীরভূমের চতুর্দিক তাকালেই ঘাসফুলে যোগদান হিড়িক। সাম্প্রতিক সময়ে এত বড় দলত্যাগ পর্ব হয়নি। যেমনটা হয়েছে শনিবার। বোলপুরে তৃণমূল কংগ্রেস জেলা অফিসে এসে অনুব্রত মণ্ডলের হাত থেকে সরাসরি পতাকা তুলে নেন বিজেপি ত্যাগীরা। তারা জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারায় তারা কাজ করতে চান। তবে বিধানসভা ভোটের আগে এরাই বলেছিলেন টিএমসির উন্নয়নে ভরসা নেই।

   

বিধানসভা ভোটের পর বিজেপিতে ভাঙন শুরু হয়েছে। উপনির্বাচন ও কলকাতা পুরনিগম ভোটে হাঁড়ির হাল হয়েছে বিরোধী দলের। হুড়মুড়িয়ে ভাঙছে বিজেপি। আসন্ন পৌর ভোটের আগে বীরভূমে বিজেপি থাকবে কিনা তাও বড় প্রশ্ন। সেক্ষেত্রে মনে করা হচ্ছে, জেলায় পুর ভোট লড়াই হতে চলেছে বিধানসভা ভোটে শূন্য হয়ে যাওয়া সিপিআইএমের সঙ্গে।

বাম জমানায় সিপিআইএমের দুর্গ বীরভূম পরিবর্তনের পর তৃণমূল কংগ্রেসের ঘাঁটি। বিধানসভা ভোটে নানুর থেকে আর জিততে পারেননি সিপিআইএমের শ্যামলী প্রধান। প্রচারে তাঁর হাত কেটে নেব বলে হুমকি দিয়ে বিতর্কে জড়ান স্থানীয় টিএমসি নেতা। ভোটে বীরভূমে বিপুল জয়ী হয় টিএমসি। তবে বিধানসভা ভোটে রাজ্যে বিরোধী দল হয় বিজেপি। সরকার গড়তে না পারায় বিজেপি ত্যাগের হিড়িক লেগেছে রাজ্য জুড়ে।

শুধু বীরভূম নয়, বাঁকুড়া পুরুলিয়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান এমনকি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরেও বিজেপির করুণ হাল। বীরভূম জেলা টিএমসি সভাপতি অনুব্রত মণ্ডলের দাবি, রাজ্য থেকে বিজেপি মুছে যাবে আসন্ন পৌর নির্বাচনে।