Mahakal Temple Fire: বিখ্যাত মহাকাল মন্দিরে বিধ্বংসী আগুন, আহত কমপক্ষে ১৪ জন

একদিকে সমগ্র দেশ যখন হোলির আনন্দে মাতোয়ারা ঠিক তখন বই দুর্ঘটনা সকলকে নাড়িয়ে রেখে দিল। জানা গিয়েছে, মন্দিরে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে বহু মানুষ আহত হলেন।…

একদিকে সমগ্র দেশ যখন হোলির আনন্দে মাতোয়ারা ঠিক তখন বই দুর্ঘটনা সকলকে নাড়িয়ে রেখে দিল। জানা গিয়েছে, মন্দিরে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে বহু মানুষ আহত হলেন। বিখ্যাত মহাকাল মন্দিরে (Mahakal Temple Fire) আগুন লাগল।

জানা গিয়েছে, সোমবার হোলির সময় ভস্মাআরতি চলাকালীন মধ্যপ্রদেশের উজ্জয়িনীর বিখ্যাত মহাকাল মন্দিরে আগুন লাগে। এ ঘটনায় এখনো অবধি ১৪ জন আহত হয়েছেন বলে খবর। তাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই বিষয়ে উজ্জয়িনীর জেলাশাসক নীরজ কুমার সিং জানিয়েছেন, গর্ভগৃহে ভসমাঢ়তার সময় আগুন লাগে। আহতদের দ্রুত চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে।

আহতদের মধ্যে বেশিরভাগই রয়েছেন পুরোহিত।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি ধর্মীয় অনুষ্ঠানের অংশ হিসেবে ‘গুলাল’ ছোড়ার সময় আগুন লাগে। সোমবার ভোর ৫টা ৪৯ মিনিটে ভস্ম আরতির সময় উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরের গর্ভগৃহে আগুন লাগে। এতে পুরোহিত সহ ১৪ জন দগ্ধ হন। আহতদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাঁদের ইন্দোরে রেফার করা হয়েছে। বাকিদের উজ্জয়িনীর জেলা হাসপাতালে ভর্তি।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব টুইট করে জানিয়েছেন, ‘ভস্ম আরতির সময় মহাকাল মন্দিরের গর্ভগৃহে আগুন লাগার ঘটনা দুর্ভাগ্যজনক। সকাল থেকেই প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি। সবকিছু নিয়ন্ত্রণে আছে। বাবা মহাকালের কাছে প্রার্থনা করছি, আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

অন্যদিকে ঘটনায় উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট করেছেন, “আমি মুখ্যমন্ত্রী মোহন যাদবের সাথে কথা বলেছি এবং অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে তথ্য সংগ্রহ করেছি। স্থানীয় প্রশাসন আহতদের সব ধরনের সহায়তা ও চিকিৎসার ব্যবস্থা করছে।”