Holi Weather: হোলিতে বাংলার ১১ জেলায় বজ্রবিদ্যুৎ সহ তেড়ে বৃষ্টির পূর্বাভাস, সাবধানে থাকুন

আজ হোলির আনন্দে মাতোয়ারা সমগ্র দেশ। ৮ থেকেও ৮০ সকলেই রঙ খেলতে ব্যস্ত। এদিকে সোমবার বাংলার আবহাওয়া কেমন থাকবে সেটা নিয়ে মানুষের প্রশ্নের অন্ত নেই।…

আজ হোলির আনন্দে মাতোয়ারা সমগ্র দেশ। ৮ থেকেও ৮০ সকলেই রঙ খেলতে ব্যস্ত। এদিকে সোমবার বাংলার আবহাওয়া কেমন থাকবে সেটা নিয়ে মানুষের প্রশ্নের অন্ত নেই। আজ দোলের (Holi Weather) দিন বাংলার একের পর এক জেলায় তেড়ে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।

প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের কথায়। আজ দোলের দিন অবশ্য দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছুটা বৃষ্টির মাত্রা বাড়বে। এদিন উত্তর ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। যদিও এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের একের পর এক জেলায়।

এই বিষয়ে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সেইসঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। তবে আগামী দিনে বাংলার কপালে শনি নাচছে। আগামী দু’তিনদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাবে বলে পূর্বাভাস।