Arunachal Pradesh: অরুণাচলের নাবালককে অপহরণের অভিযোগ অস্বীকার করল চিন

সীমান্ত পার করে ১৭ বছরের এক ভারতীয় যুবককে অপহরণ করার অভিযোগ উঠেছে প্রতিবেশি দেশ চিনের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই নানা বিতর্ক শুরু…

Indian boy abducted by Chinese army

সীমান্ত পার করে ১৭ বছরের এক ভারতীয় যুবককে অপহরণ করার অভিযোগ উঠেছে প্রতিবেশি দেশ চিনের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই নানা বিতর্ক শুরু হয়েছে। ভারতীয় সেনার নজরদারির গাফিলতি নিয়েও প্রশ্ন উঠেছে। কিন্তু অপহরণের অভিযোগ অস্বীকার করল চিনের সরকার।

চিন সরকারের তরফে জানানো হয়েছে, ‘কোনও ব্যক্তি অবৈধভাবে সীমান্ত পার করার চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় চিনের পিএলএ বা পিপলস লিবারেশন আর্মি। কিন্তু ওইদিন এই ধরনের কোনও ঘটনা ঘটেছে বলে খবর নেই। ভারতের তরফে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।’

পূর্ব অরুণাচলের বিজেপি সাংসদ তাপির গাও-এর অভিযোগ, ‘ গত মঙ্গলবার অরুণাচল প্রদেশের আপার সিয়াং জেলার বিসিং গ্রামে ঢুকে মিরাম তারোন নামের এক ১৭ বছরের কিশোরকে অপহরণ করে সীমান্ত পার করে চিনে নিয়ে যায়।’

এই ঘটনা প্রকাশ্যে আসার পরই ভারতীয় সেনাবাহিনীর উপর আঙুল ওঠে। অন্য দেশে সেনা সীমান্ত পার করে এই ধরনের কাজ করল আর তা ভারতীয় সেনার চোখে পড়ল না, এই নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করে। যদিও, ভারতীয় সেনার দাবি, অপহরণের খবর পেয়েই চিনের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করে কিশোরের উধাও হয়ে যাওয়ার বিষয়ে জানানো হয়েছিল।