প্রেমিকের পকেটে রেকর্ডারে থাকত লতার গান! তবুও কেন বিয়ে হল না তাঁদের?

সুরের ঈশ্বরী তিনি, ছদ্মবেশেই যেন এ পৃথিবীকে উপহার দিয়ে গেলেন সংগীতের প্রচুর ভাঁড়ার। গান তাঁকে বিশ্বজনীন করে তুললেও ব্যক্তিগত সম্পর্ক, বিশেষত প্রেমের জীবনে দেখা গিয়েছে…

সুরের ঈশ্বরী তিনি, ছদ্মবেশেই যেন এ পৃথিবীকে উপহার দিয়ে গেলেন সংগীতের প্রচুর ভাঁড়ার। গান তাঁকে বিশ্বজনীন করে তুললেও ব্যক্তিগত সম্পর্ক, বিশেষত প্রেমের জীবনে দেখা গিয়েছে তিনি কখনও সঙ্গীর সঙ্গে, কখনও বা সঙ্গীহীন।

বিয়ে করেননি সুরসম্রাজ্ঞী। সঙ্গীতকে ভালোবেসেই কাটিয়ে দিয়েছেন গোটা জীবন। তবে কি প্রেম কখনও আসেনি লতাজির জীবনে? শোনাযায়, দুঙ্গারপুরের রাজ ঘরানার মহারাজ রাজ সিংহের প্রেমে পড়েছিলেন লতা। যা পূর্নতা পায়নি কখনও। একে-অপরকে ভালবেসে দূরে দূরেই কাটিয়ে দিয়েছেন জীবন।

বলা হয়, তার দাদার ঘনিষ্ঠ বন্ধু হিসেবেই বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি রাজ সিংহ দুঙ্গারপুরের সঙ্গে লতার পরিচয়। যা ধীরে ধীরে ভালবাসায় পরিণত হয়। কিন্তু রাজ ঘরানার ছেলে রাজ সিংহ নাকি বাবা-মাকে প্রতিজ্ঞা করেছিলেন যে, কোনও সাধারণ পরিবারের মেয়েকে তিনি রাজবংশের বউ করে আনবেন না। সেই প্রতিজ্ঞা বজায় রেখেছিলেন রাজ সিংহ। তিনিও আর বিয়ে করেননি।

লতার চেয়ে ৬ বছরের বড় রাজ সিংহ। লতার গানে মুগ্ধ ছিলেন। তাঁর পকেটে সব সময়ে থাকত একটি রেকর্ডার। তাতে রেকর্ড করা থাকত লতা মঙ্গেশকরের জনপ্রিয় কিছু গান। আদর করে তিনি নাকি লতাকে ‘মিট্টু’ ডাকতেন। বাবা-মায়ের কথা রাখতে লতাকে তিনি বিয়ে করেনি যেকারনে আজীবন তিনিও থেকেছেন অবিবাহিত। ২০০৯ সালে প্রয়াত হন লতার জীবনের অন্যতম কাছের মানুষ, রাজ সিংহ দুঙ্গারপুর।