Monalisa Biswas: রাতের ঘুম কাড়ছে বৌদি, ভাইরাল মোনালিসা

Captivating Viral Actress Monalisa Biswas Finds Serenity in Her Nighttime Slumber

বর্তমানে ভারতীয় চলচ্চিত্র জগতে অন্যতম অভিনেত্রী মোনালিসা বিশ্বাস (Monalisa Biswas)। যাকে দেখে নিজেদের ধরে রাখতে পারেন না তরুণ প্রজন্ম। যদিও তাঁর আসল নাম অন্তরা বিশ্বাস কিন্তু আমরা তাঁকে চিনি মোনালিসা নামে। বাংলা চলচ্চিত্রের পাশাপাশি হিন্দি তামিল তেলেগু এবং উড়িয়া ভাষায় একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

তাঁর অভিনয় প্রতিভা নিয়ে নতুন করে বলার কিছু নেই। তবে অভিনয়ের পাশাপাশি তাঁর রূপ এবং যৌবন আকর্ষণ করে একালের পুরুষ সমাজকে। মাঝেমধ্যেই তিনি উন্মুক্ত পক্ষ্যে হাজির হন সকলের সামনে যা দেখে স্বাভাবিকভাবে রাতের ঘুম উড়ে যায়। হইচই এর জনপ্রিয় সিরিজ দুপুরের ঠাকুরপো সিজন টুতে তাঁকে দেখা গিয়েছিল বৌদি হিসেবে আর ছেলেরা যে বৌদি পাগল সেটা আমাদের সকলেরই জানা।

   

এক কথায় বর্তমান চলচ্চিত্র জগতের ক্রাশ তিনি। শুধু চলচ্চিত্র নয় পাশাপাশি একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি যা স্বাভাবিকভাবেই সকলের নজর কেড়েছে। অভিনয় জগতের পাশাপাশি অভিনেত্রী সমানভাবে সামাজিক মাধ্যমে সক্রিয় সেটা অবশ্য তাঁর instagram প্রোফাইল দেখলেই বোঝা যায়। অভিনেত্রী মাঝেমধ্যেই তাঁর বিভিন্ন খোলামেলা ছবি শেয়ার করে নেন ভক্তদের সাথে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by MONALISA (@aslimonalisa)

সম্প্রতি ঠিক সেরকমই কিছু ছবি তিনি তাঁর সামাজিক মাধ্যমের পাতায় তুলে ধরেছেন যেখানে দেখা যাচ্ছে শুটিং এর সাথে কর্মব্যস্ত অভিনেত্রী। তারপর মনে রয়েছে লাল কালো মিশ্রণে সিল্কের শাড়ি এবং স্লিভলেস ব্লাউজ। আর তারই মাঝে উন্মুক্ত রয়েছে বক্ষ যা দেখি আবারও পাগল হয়েছে তরুণ প্রজন্ম।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন