Expensive Schools: ভারতের কিছু দামী স্কুল, ফি জানলে চোখ কপালে উঠবে!

Expensive Schools in India: প্রত্যেক বাবা-মায়ের স্বপ্ন থাকে তাদের সন্তানকে তারা ভালো স্কুলে বা বিদ্যালয়ে ভর্তি করাবেন। যাতে তাদের সন্তানরা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে এবং বড় হয়ে তাদের মান রাখতে পারে।

Top Most Expensive Schools in India

Expensive Schools in India: প্রত্যেক বাবা-মায়ের স্বপ্ন থাকে তাদের সন্তানকে তারা ভালো স্কুলে বা বিদ্যালয়ে ভর্তি করাবেন। যাতে তাদের সন্তানরা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে এবং বড় হয়ে তাদের মান রাখতে পারে। তবে ভারতের বেশিরভাগ সাধারণ পরিবার আর্থিক দিক থেকে দুর্বল হওয়ায় বড় স্কুলে ভর্তি করার মতো সামর্থ্য অধিকাংশ বাবা মায়ের নেই।

ফলে তারা ভালো প্রাইভেট টিউটরের কাছে তাদের সন্তানকে ভর্তি করতে চান। কিন্তু আজ আপনাদের জানাবো কিছু অবাক করা স্কুল সম্পর্কে, যেখানে ভর্তি হতে গেলে আপনাকে কোটিপতি বা প্রচুর ধন সম্পদের মালিক হতে হবে। চলুন জেনে নেওয়া যাক সেই স্কুলগুলির বিষয়ে…..

ভারতের সবথেকে দামি স্কুলগুলির তালিকায় প্রথমেই রয়েছে উত্তরাখণ্ডের দেহেরাদুন শহরের দ্য দুন স্কুল এই স্কুলটি ১৯৩৫ সালে গড়ে ওঠে। এই স্কুলটির পরিকল্পনা করেন প্রথম সতীশ রঞ্জন দাস। স্কুলটিতে ১৯৩৫ সালে ১০ সেপ্টেম্বর প্রথম ছাত্রদের ভর্তি শুরু হয়। এবং ২৭ শে অক্টোবর আনুষ্ঠানিকভাবে খোলা হয়। স্কুলটি মোট ৭২ একর জায়গা নিয়ে গড়ে উঠেছে। এবং এই স্কুলটিতে শুধুমাত্র ছাত্ররাই ভর্তি হতে পারেন। দেরাদুনের দ্য দুন স্কুলে এর ফি ভারতীয় ছাত্রদের জন্য ১১ লক্ষ ২০ হাজার টাকা। আর বিদেশের ছাত্রদের জন্য ১৪ লক্ষ টাকা।

তালিকার দ্বিতীয় নম্বর স্কুলটি হল মধ্যপ্রদেশের গোয়ালিয়র এর সিন্ধিয়া স্কুল এটি সম্পূর্ণ একটি বেসরকারি স্কুল ।১৮৯৭ সালে মহারাজা মাধো রাও সিন্ধিয়া এই স্কুলটি তৈরি করেছিলেন। এই প্রতিষ্ঠানটি ১১০ একর জায়গা জুড়ে বিস্তৃত। স্কুলটির চারপাশে রয়েছে পাহাড় দিয়ে ঘেরা মনোরম পরিবেশ। নীল সাদা রঙের এই স্কুলটিতে শুধুমাত্র ছেলেরাই ভর্তি হতে পারে। তবে এই স্কুলের পাশেই রয়েছে একটি গার্লস স্কুল। এই স্কুলে প্রতি ১০ জন শিশুর জন্য একজন শিক্ষিকা নিয়োগ করা হয়। ২০১০ সালে, স্কুলটি ৬০৬ জন শিক্ষার্থী ভর্তি করেছিল। এবার আসা যাক এই স্কুলের ফিসের ব্যাপারে। এই স্কুলে বাৎসরিক ফিস ১৩লক্ষ ২৫ হাজার টাকা। এই স্কুলে পড়াশোনা করেছেন মুকেশ আম্বানি, সালমান খান, আরবাজ খান থেকে শুরু করে বড় বড় ব্যক্তিরা।

তালিকায় তৃতীয় নম্বর স্থানে রয়েছে রাজস্থানের মেয়ো কলেজ যেটি অবস্থিত রাজস্থানের আজমির শহরে। নামের শেষে কলেজ শব্দটি থাকলেও এটি আসলে একটি স্কুল। ষষ্ঠ আর্ল রিচার্ড বার ১৮৭৫ সালে এই প্রতিষ্ঠান নির্মাণ করেন। এই মেয়ো কলেজেও শুধুমাত্র ছেলেরাই ভর্তি হতে পারে। এটি ভারতের সবচেয়ে পুরনো বোর্ডিং গুলির মধ্যে একটি। ১৮৩ একর জায়গা জুড়ে বিস্তৃত এই স্কুলে প্রতি বছর ৭৫০ জন শিশুকে শিক্ষা প্রদান করা হয়। এই স্কুলে ভারতীয় ছাত্রদের ফি ৮ লক্ষ ১ হাজার টাকা। আর বিদেশী ছাত্রদের ফি ১৬ লক্ষ ২ হাজার টাকা।

চতুর্থ স্কুলটি হল মুসৌরির উডস্টক স্কুল এটি ১৮৫৪ সালে স্থাপন করা হয়। উত্তরাখণ্ড রাজ্যের মুসৌরিতে অবস্থিত এই স্কুলটি ভারতে সবচেয়ে ব্যয়বহুল স্কুল। এই স্কুলের ফি ১৬ লক্ষ টাকা।

সবার শেষে যে স্কুলটির বিষয়ে জানবো, সেটি হলো ইকোন মন্ডিয়াল ওয়ার্ল্ড স্কুল।২০০৪ সালে তৈরি হওয়া এই স্কুলটি মুম্বাইতে অবস্থিত । এই স্কুল আইবি (ইন্টারন্যাশনাল ব্যাকালোরেট) বোর্ড দ্বারা স্বীকৃত। এই স্কুলের ফিও কিছু কম নয়, ৯ লক্ষ ৯০ হাজার টাকা। ভারতে এরকম আরো একাধিক স্কুল রয়েছে যেখানকার ফিসের পরিমাণ এত বেশি, যা একজন সাধারণ ব্যক্তি সারা বছরেও উপার্জন করতে পারে না।