
Tollywood Updates: সন্ধ্যা নামলেই জবার সংসার দেখতে টিভির সামনে বসে পরতেন মা- জ্যেঠিমারা। তবে অনেকদিন হল শেষ হয়ে গিয়েছে ‘কে আপন কে পর’ ধারাবাহিকটি। কিছু কিছু সিরিয়াল শেষ হয়ে গেলেও, তার রেশ মনে থেকে যায়। যদিও আজকালকার দিনে সব সিরিয়ালে টিআরপিই শেষ কথা! তাই টি আর পি তালিকায় পিছিয়ে পড়ার জন্য নির্দিষ্ট সময়ে শেষ হয় একাধিক জনপ্রিয় সিরিয়াল।
কিন্তু এমন অনেক সিরিয়াল আছে যা শেষ হয়ে যাওয়ার পরেও পছন্দের চরিত্রদের ভুলতে পারেন না দর্শকরা। প্রতিদিন টিভির পর্দায় দেখতে দেখতে কখন যেন সেই প্রিয় চরিত্ররাই একসময় হয়ে ওঠেন দর্শকদের ঘরের মানুষ, একান্ত আপন। ঠিক যেমন জবা ও পরম। তাই ‘ কে আপন কে পর’ শেষ হয়ে গেলেও দর্শক ভুলতে পারেননি তাঁদের। তবে পরম অনুরাগীদের জন্য সুখবর, জানা গিয়েছে নতুন ধারাবাহিক নিয়ে ফিরছে বিশ্বজিৎ ঘোষ। তবে তাঁর বিপরীতে নেই পরম। তবে এবার স্টার জলসা নয় বরং জি-বাংলার হাত ধরে ফিরছেন ছোটপর্দার জনপ্রিয় পরম।
মাত্র ৫ মাসে বন্ধ হয়ে যাচ্ছে, স্টার জলসার জনপ্রিয় এই সিরিয়াল
স্টার জলসা এবং জি-বাংলা দুই চ্যানেলের মধ্যে লড়াই লেগেই থাকে। একে অপরকে টেক্কা দেওয়ার জন্য চলতি বছরে আনা হয়েছে একাধিক সিরিয়াল। যেমন জি-বাংলায় ‘লালকুঠি’র পর আসতে চলেছে আরও এক নতুন ধারাবাহিক। যে ধারাবাহিকের হাত ধরেই ফিরতে চলেছেন ‘কে আপন কে পর’-এর খ্যাত অভিনেতা বিশ্বজিৎ ঘোষ। এর আগে গুঞ্জন ছড়িয়েছিল স্টার জলসার ‘গোধূলি আলাপ’ ধারাবাহিকের জন্য লুক টেস্ট করা হয়েছিল বিশ্বজিৎ ঘোষের। কিন্তু লুক টেস্টে বেছে নেওয়া হয় অভিনেতা কৌশিক সেনকে।
নতুন ধারাবাহিক নিয়ে ফিরছে ‘কৃষ্ণকলি’
জি বাংলার নিজস্ব প্রোডাকশন হাউজ এর দ্বারা তৈরি সিরিয়াল আসতে চলেছে জি বাংলায় যেখানে নায়িকার ভূমিকায় দেখা যাবে সান বাংলার অগ্নিশিখা খ্যাত আরাত্রিকা মাইতি কে। সূত্রের খবর, আরাত্রিকা মাইতি যে সিরিয়ালের নায়িকা থাকবেন তার বিপরীতে নায়ক হিসেবে থাকবেন বিশ্বজিৎ ঘোষ।










