Beauty: গরমে চুলের সমস্যা মেটাবেন কী করে?

শীত কেটে এখন তপ্ত গোটা শহর । আর গরম মানেই চুলের (hair) হাজারও সমস্যা। সমস্যা মেটাতে রইল ঘরােয়া টিপস ( Beauty ) গরমে তাপমাত্রা বাড়লে…

solve-the-problem-of-hair-at-summer

শীত কেটে এখন তপ্ত গোটা শহর । আর গরম মানেই চুলের (hair) হাজারও সমস্যা। সমস্যা মেটাতে রইল ঘরােয়া টিপস ( Beauty )

  • গরমে তাপমাত্রা বাড়লে চুল আরও রুক্ষ, শুষ্ক হয়ে পড়ে। রুক্ষ শুষ্ক চুলের হারানাে স্বাস্থ্য পুনরুদ্ধারে টক দই, ডিম, মধু ও সামান্য ক্যাস্টর অয়েল একসঙ্গে মিশিয়ে স্ক্যাল্পে ও চুলে লাগিয়ে নিন। শাওয়ার ক্যাপ পরে আধঘন্টা অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু করে নিন। ( Beauty )
  • গরমে স্ক্যাল্পে ঘাম জমে ফাঙ্গাল ইনফেকশন হয়। ফাঙ্গাল ইনফেকশন কমাতে স্নানের আগে স্ক্যাল্পে পাতিলেবুর রস লাগান। ( Beauty )
  • যাদের চুল গরমে ডাল হয়ে যায়, তাঁরা পাকা কলা চটকে নিয়ে অলিভ অয়েল, ডিম, মধু মিশিয়ে চুলে লাগিয়ে নিন। আধঘন্টা পর শ্যাম্পু করে নিন। দেখবেন, অনুজ্জ্বল চুলে নিমেষে জেল্লা বাড়বে।