Tollywood: জানুয়ারিতেই মুক্তি পাবে পরিচালক-প্রযোজক-অভিনেতার জুটির নতুন মুভি

13

শুভ দীপাবলীর এই প্রাক্কালে রহস্যমোরা খবর নিয়ে আসতে চলেছে অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জী ও পরিচালক কৌশিক গাঙ্গুলীর সাথে প্রযোজক নিসপাল সিং রানে।

আলোর উৎসবের সময় যখন সবাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের সাজ-পোশাক পড়ে দীপাবলীর শুভেচ্ছা বার্তা জানাচ্ছে তখনই অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জীর ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে এক খুশির খবর উড়ে এলো দীপাবলির শুভেচ্ছা বার্তার মধ্য দিয়ে। যে দৃষ্টিকোণ, জেষ্ঠপুত্রের সাফল্যের পর এই তিন কারিগর আবারও আসতে চলেছে নতুন কিছু করে বড় পর্দায় তুলে ধরতে।

ইতিমধ্যে অভিনেতা তার ক্যাপশন এর মাধ্যমে এও জানিয়ে দিয়েছে যে আগামী বছরের ২০শে জানুয়ারি নতুন ছবি নিয়ে আসতে চলেছে। যথারীতি অভিনেতার ভক্তকূল এই ছবি দেখামাত্রই অতি উৎসাহে রয়েছেন সিনেমা প্রেমীরা।

(সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে পান। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram এবং Facebook পেজ)