Saturday, December 6, 2025
HomeEntertainmentTollywood Gossip : জিৎ থেকে ঋতুপর্ণা-টলিউড কীভাবে করলেন মহাদেবের আরাধনা দেখে নিন

Tollywood Gossip : জিৎ থেকে ঋতুপর্ণা-টলিউড কীভাবে করলেন মহাদেবের আরাধনা দেখে নিন

- Advertisement -

‘হর হর মহাদেব’ প্রতিটি জীবে শিবের বাস। তিনি পশুপতি। তিনি সৃষ্টিকর্তা। মহাদেবকে সন্তুষ্ঠ করতে কাল গোটা দেশ পালন করেছে মহাশিবরাত্রি। বাদ পড়েননি তারকারও। দেখে নিন কীভাবে মহাদেবের আরাধ্যনায় ব্রতী হলেন টলিউড স্টার।

Advertisements

ঋতুপর্ণা: নাচতে খুব ভালবাসেন তিনি। এখনও রীতিমতো তালিম নেন। তাই নায়িকা নটারাজ রূপে শিবের আরাধ্যনা করলেন। শিব তান্ডবের নৃত্য ভঙ্গিতে মহাদেবের সঙ্গে এই ছবিটি শেয়ার করে সবাইকে সোশ্যাল মিডিয়ায় শিবরাত্রির শুভেচ্ছা জানিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।

   

Srabanti Chatterjee: আইনি জালে শ্রাবন্তী, হতে পারে ৭ বছরের কারাবাস!

জিৎ: মহাদেবের ভক্ত জিৎ। শিব রাত্রির দিন শহুরে পোশাক ছেড়ে তিনি পড়েছিলেন গেরুয়া পোশাক। সঙ্গে রুদ্রাক্ষের মালা। কপালে শ্বেত চন্দন। সন্ন্যাসীর বেশে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করে সবাইকে শিবরাত্রির শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা জিৎ।

tollywood-celebs-celebrating-shiv-ratri

মিমি চক্রবর্তী: আর পাঁচটা মেয়ের মতো মিমিও ব্রত করেছিলেন শিবের। সাধাদিন উপবাসের পর বাবা মাথায় জল ঢেলেছেন তিনি।

Bollywood Gossip: ফ্যানদের আত্মবিশ্বাস বাড়াতে, কোটি টাকার বিজ্ঞাপন ফিরিয়েছিলেন এই তারকারা

প্রমিতা: নিজের বাড়িতেই শিবরাত্রির আয়োজন করেছিলেন অভিনেত্রী প্রমিতা চক্রবর্তী। নিজের বাড়িতেই মহাদেবের মাথায় জল ঢেলেছেন তিনি। লাল পোশাকে সেজে ঠাকুর ঘরে বসে স্বামী রুদ্রজিৎ মুখোপাধ্যায় সঙ্গে একটি ছবি তুলে শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।

Advertisements
- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular