দ্য কেরালা স্টোরির পর সাহারাশ্রী আনছেন সুদীপ্ত সেন

‘দ্য কেরালা স্টোরি’র সাফল্যের পর এবার সুব্রত রায়ের জীবনী নিয়ে আগামী ছবির পরিচালনার দায়িত্বে সুদীপ্ত সেন। ‘সাহারা ইন্ডিয়া পরিবারের’ প্রতিষ্ঠাতা এবং ব্যবসা টাইকুন সুব্রত রায়ের…

‘দ্য কেরালা স্টোরি’র সাফল্যের পর এবার সুব্রত রায়ের জীবনী নিয়ে আগামী ছবির পরিচালনার দায়িত্বে সুদীপ্ত সেন। ‘সাহারা ইন্ডিয়া পরিবারের’ প্রতিষ্ঠাতা এবং ব্যবসা টাইকুন সুব্রত রায়ের জীবন নিয়েই হতে চলেছে আগামী ছবি ‘সাহারাশ্রী’।

১০ জুন সুব্রত রায়ের জীবনের ৭৫ বছর পূর্তি উপলক্ষে প্রযোজক সন্দীপ সিং এবং ডা: জয়ন্তিলাল গাডা ‘সাহারাশ্রীর’ জন্য সুদীপ্ত সেনের সঙ্গে হাত মিলিয়েছেন। কীভাবে সাধারণ ব্যবসায়িক সুব্রত রায় হয়ে উঠলেন ভারতের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি, সেই গল্প বাতলাবে ‘সাহারাশ্রী।’ প্রত্যেক ভারতীয় নাগরিকের বরাবরের ধারণা যে সুব্রত রায়ের জীবনী সিডনি শেলডনের কোন উপন্যাসের চেয়ে কম নয়।

‘সাহারাশ্রী’ ছবির পরিচালনায় এবার ‘দ্য কেরালা স্টোরি’ খ্যাত সুদীপ্ত সেন। নতুন দায়িত্ব পেয়ে কী বললেন পরিচালক? সুদীপ্ত সেন জানান যে কোনও পরিচালকের ক্ষেত্রে বাওপিক করা সহজ কাজ নয়। তিনি জানান, “বাওপিক পরিচালনা করা যেকোনও ছবির পরিচালকের কাছে চ্যালেনজিং। একটি ছবির জন্য একসঙ্গে এআর রেহমান, গুলজ়ার, সন্দীপ সিং এবং ডা: জয়ন্তিলাল গাডাকে পাওয়া অনেক বড় কিছু।“

সুদীপ্ত সেনের পরিচালনায় ‘সাহারাশ্রী’ ঘোষণার পর অনুরাগীরা কৌতূহল যে সুব্রত রায়ের চরিত্রে অভিনয় কে করছেন। জানা যাচ্ছে, প্রথম সারির সুপারস্টার বা নায়কদের কথাই ভাবা হচ্ছে এবং খুব তাড়াতাড়ি সেই নামেরও ঘোষণা হবে।

‘সাহারাশ্রী’ ছবির উপস্থাপনায় থাকছে লিজেন্ড স্টুডিওজ এবং ডা: জয়ন্তিলাল গাডা (পেন স্টুডিওজ)। ছবির ক্রিয়েটিভ প্রযোজক সন্দীপ সিং এবং পরিচালনায় সন্দীপ সিং। সঙ্গীতে এআর রেহমান এবং লিরিক্সে গুলজ়ার। আগামী বছরের শুরুতেই মুক্তি পাবে ‘সাহারাশ্রী।’ ছবির অধিকাংশ শুটিং মহারাষ্ট্র, উত্তর প্রদেশ, দিল্লি, বিহার, কলকাতা এবং লন্ডন জুড়ে চলবে আগামী কয়েক মাস।