বর্তমানে সিরিয়ালের নায়ক-নায়িকারা দর্শকদের চোখের মণি হয়ে উঠেছেন। তেমনই এক নায়িকা যাকে আপনারা সবাই চেনেন। ধারাবাহিক জগতের দরুন তাকে সকলে “জবা’ (Jaba) নামেই চেনেন। নানান অসম্ভবকে মনের জোরে সম্ভব করে তুলতে পারেন তিনি। সম্প্রতি এই ধারাবাহিকটি শেষ হলেও এর গল্প এখনও মনে দাগ কেটে রেখেছে বাংলার ধারাবাহিক প্রেমিকদের। কিন্তু আপনি কি জানেন? বাস্তব জীবনেও বিভিন্ন বাঁধা পেরিয়ে এতদূর এসেছেন তিনি।
পল্লবী শর্মাকে দেখা গিয়েছিল ইটিভি বাংলার ধারাবাহিক ‘দুই পৃথিবী’ তে। তবে তাকে খ্যাতি এনে দিয়েছিল স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘কে আপন কে পর’ । এই ধারাবাহিকে জবার চরিত্রে তার অভিনয় মন কেড়ে নিয়েছিল সকলের। বর্তমানে জি বাংলার “নিম ফুলের মধু” ধারাবাহিকের মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে। তাতেও অভিনেত্রী মন জয় করে নিয়েছেন দর্শকদের।
সম্প্রতি দিদি নাম্বার ওয়ানে প্রথমবার এসেছিলেন পল্লবী শর্মা। মঞ্চে এসে তিনি রচনা ব্যানার্জীর সাথে একই মঞ্চে দাঁড়ানোর আনন্দ প্রকাশ করেছেন এবং তার ছোটবেলার বেশ কিছু দুঃখের কথা ভাগ করে নিয়েছেন সকলের সাথে।
হাওড়ার মেয়ে পল্লবী। ছোট বেলাতেই হারিয়েছেন মা এবং বাবা দুজনকেই। যখন মায়ের ব্রেন টিউমার ধরা পড়ে তখন তিনি ছিলেন ক্লাস ২তে। সেই সময় যখন তার বাবা এবং দাদা মায়ের চিকিৎসার জন্য কখনও চেন্নাই কখনও ব্যাঙ্গালোর নিয়ে যাতায়াত করা শুরু করলেন তখন থেকেই পিসির কাছে থাকা তার।তবে সম্প্রতি তার একটি গোপন নগ্ন ভিডিও ভাইরাল হতে শুরু করেছে, যার সত্যতা এখনও প্রমাণিত হয়নি।