সিনে প্রেমীদের মুখোমুখে ফিরছে তাঁর নাম। আজ তিনি সমস্ত পুরুষের হার্টথ্রবও বলা যায়। বুঝতেই পারছেন কার কথা বলছি, তিনি আর কেউ নন, অভিনেত্রী রশ্মিকা মান্দানার (Rashmika Mandanna)। দক্ষিণী ছবিতে কাজ করলেও বর্তমানে বলিউডের নিজের জাদু ছড়িয়েছেন অভিনেত্রী।
২০১৬ সালে তিনি প্রথম অভিনয় জগতে পা রাখেন। এছাড়াও তিনি মডেলিং করতে ভালোবাসেন। বিভিন্ন বিজ্ঞাপনেও তাঁকে দেখা গেছে। তবে তিনি শুধুমাত্র তামিল কন্নড় ছবিতে অভিনয় করেননি তার পাশাপাশি তেলেগু ছবিতেও করেছেন এখন বলিউডেও কাজ করছেন অভিনেত্রী।
রশ্মিকা অসংখ্য ভালবাসা পেয়েছেন মানুষের থেকে। সোশ্যাল মিডিয়ায় তাঁর ভক্তের সংখ্যাও কম নয় কিন্তু এত ভালবাসার মাঝেও তাকে শুনতে হয়েছে কটাক্ষের সুর। একসময় যা শুনতে শুনতে তিনি এক প্রকার ক্লান্ত হয়ে গিয়েছিলেন। এক সময় মানসিক অবসাদেও ভুগছিলেন অভিনেত্রী।
এক নেটিজেন রশ্মিকার ছবিতে তাঁকে ”দাগার” বলেও কটাক্ষ করেছেন। এই দাগার কথার অর্থটি হলো যৌনকর্মী। যে কারণেই রশ্মিকা একটি সাক্ষাৎকারে জানান মানুষ যখন তাঁর গায়ের রং শরীর এবং ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রশ্ন করেন তাঁর যেন মনে হয় তিনি নগ্ন অবস্থায় লোকের সামনে দাঁড়িয়ে আছেন। তবে আজ সমস্ত বাঁধা, কটাক্ষ পেরিয়ে আজ সকলের মন জয় করেছেন রশ্মিকা।