বাইশ গজের ফাঁসে তালিবান, মুচকি হাসি নারী অধিকার কর্মীদের

নিউজ ডেস্ক: তালিবান সরকারের গলায় চেপে বসছে বাইশ গজের আন্তর্জাতিক নিয়মের ফাঁস। হয় নিয়ম মেনে মেয়েদের মাঠে নামাও না হলে পুরো পুরুষ দলটাই নিষিদ্ধ হয়ে…

Taliban cricket

নিউজ ডেস্ক: তালিবান সরকারের গলায় চেপে বসছে বাইশ গজের আন্তর্জাতিক নিয়মের ফাঁস। হয় নিয়ম মেনে মেয়েদের মাঠে নামাও না হলে পুরো পুরুষ দলটাই নিষিদ্ধ হয়ে যেতে পারে।

সামনেই একগুচ্ছ টুর্নামেন্ট, বিশ্বকাপ। তালিবান শাসিত আফগানিস্তান ক্রিকেট দল তাতে অংশ নিতে মরিয়া। তালিবান জঙ্গি গোষ্ঠীর দ্বিতীয় দফার সরকার চাইছে তাদের ভাবমূর্তি উজ্জ্বল দেখাতে।

তবে আফগানিস্তানে ছেলেদের জন্য বিভিন্ন খেলার ছাড় দেওয়া হলেও মহিলাদের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে তালিবান সরকার। এই তালিকায় রয়েছে ক্রিকেট। খেলার অনুমতি নেই আফগান জাতীয় মহিলা ক্রিকেট দলের।
গত সপ্তাহে তালিবানের সাংস্কৃতিক কমিশনের উপ প্রধান আহমদুল্লাহ ওয়াসিক বলেছেন, মেয়েদের জন্য খেলা জরুরি নয়। ক্রিকেট খেলতে হলে, তাদের মুখ ও সারা শরীর ঢেকে রাখা সম্ভব নয়।

মেয়েদের ক্রিকেট খেলা নিয়ে তালিবানের উপর চাপ বাড়ছে। কারণ, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) নিয়মে প্রতিটি দেশ যারা পুরুষদের ক্রিকেট খেলে, তাদের মহিলা দল বাধ্যতামূলকভাবে রাখতে হবে।  তাদের টেস্ট ম্যাচ খেলতে হবে।

এদিকে আফগান পুরুষ দলকে অনুমতি দিলেও দেশের মহিলাদের খেলার বিষয়ে রাজি নয় তালিবান সরকার। তবে ভবিষ্যতের কথা ভেবে হয়ত সরকার কিছুটা নিয়ম বদলাবে এমনই আশা করেন

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আজিজুল্লাহ ফজলি। তিনি বলেছেন, মেয়েদের ক্রিকেট খেলার ব্যাপারে তিনি আশাবাদী।

তালিবান সরকারের ফরমান সাঁতার ফুটবল, অশ্বারোহন, ক্রিকেট সহ মোট ৪০০ রকমের খেলায় অংশ নিতে পারবেন আফগান পুরুষরা। দেশটির ডিরেক্টর জেনারেল অফ স্পোর্টস বসির আহমেদ রুস্তমজাই সংবাদসংস্থা

এএফপিকে জানান মেয়েদের খেলার ব্যাপারে শেষ সিদ্ধান্ত নেবে সরকার।
আন্তর্জাতিক ক্রিকেট নিয়মের প্যাঁচে পড়ে তালিবান সরকার হতচকিত। তাদের আইনে মেয়েদের খেলা নিষিদ্ধ করা হয়েছে। এই নিয়ম চললে পুরো ক্রিকেট থেকেই মুখ ঘুরিয়ে নিতে হবে। কারণ, আইসিসি নিয়ম মেনে মেয়েদের টিম না থাকলে আন্তর্জাতিক টুর্নামেন্টে নিষিদ্ধ হতে পারে আফগান দল।