শপথের আগেই ব্যাংক একাউন্টে হানা তালিবান সরকারের

নিউজ ডেস্ক: আফগানিস্তান (Afghanistan) ছেড়ে পালিয়ে যাওয়া অপসারিত সরকারের বেশ কয়েকজন কর্মকর্তার কোটি কোটি টাকা এখন তালিবান (Taliban) কব্জায়। পলাতক পদত্যাগী প্রেসিডেন্ট আশরাফ ঘানির সরকারের…

Taliban closes bank accounts

নিউজ ডেস্ক: আফগানিস্তান (Afghanistan) ছেড়ে পালিয়ে যাওয়া অপসারিত সরকারের বেশ কয়েকজন কর্মকর্তার কোটি কোটি টাকা এখন তালিবান (Taliban) কব্জায়। পলাতক পদত্যাগী প্রেসিডেন্ট আশরাফ ঘানির সরকারের এই কর্মকর্তাদের সব ব্যাংক (Afghan bank) অ্যাকাইন্ট বন্ধ করে দিয়েছে তালিবান জঙ্গি সরকার।  শনিবার দ্বিতীয় দফার তালিবান সরকার শপথ নেবে।

তালিবান সাংস্কৃতিক কমিশনের সদস্য আনামুল্লাহ সামানগানি জানিয়েছে, আশরাফ ঘানির সরকারের হয়ে কাজ করা কয়েকজন কর্মকর্তার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। কাদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে, সে বিষয়ে কিছু জানানো হয়নি।

kabul bank

মনে করা হচ্ছে, আফগানিস্তান সেন্ট্রাল ব্যাংকের কর্মকর্তারা, কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, গভর্নর, ডেপুটি গভর্নর, পার্লামেন্টের সদস্য, প্রাদেশিক কাউন্সিলের সদস্য, মেয়র এবং ভিআইপিদের অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে।

গত ১৫ আগস্ট আমেরিকান সেনা পুরোপুরি আফগানিস্তান ত্যাগ করে। এর পরেই কাবুল দখল করে তালিবান। তারা আসার আগেই দেশত্যাগ করেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি। এর আগে বহু সরকারি কর্মী, কর্মকর্তা আফগানিস্তান ছেড়ে পালায়।