HomeEntertainmentSreelekha Mitra: কোটি কোটি পেন্নাম টিম জয় বাংলা, পার্থকে হুল ফোটাচ্ছেন শ্রীলেখা

Sreelekha Mitra: কোটি কোটি পেন্নাম টিম জয় বাংলা, পার্থকে হুল ফোটাচ্ছেন শ্রীলেখা

- Advertisement -

পাড়ার মোড় থেকে টিভির পর্দা-চারিদিকে একটাই খবর গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় তৃ়ণমূল কংগ্রেস মহাসচিব তথা শিল্পমন্ত্রী (প্রাক্তন শিক্ষামন্ত্রী) পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি নিয়ে  নানান মানুষ নানান কথা বলছেন। সমালোচনার এই জোয়ারে পার্থবাবুকে হুল ফোটালেন অভিনেত্রী (Sreelekha Mitra) শ্রীলেখা মিত্র। সোশ্যাল মিডিয়ার স্ট্যাটাস বারে তিনি লিখেছেন, ‘এক কোটি আমাদের দিয়ে ধরা পরলে কি এমন হোত’। সিপিআইএম ঘনিষ্ঠ শ্রীলেখা ফের বিতর্ক উস্কে দিলেন।

শুক্রবার রাজ্য জুড়ে ইডি অ়ভিযান হয়। পার্থ চট্টোপাধ্যায়ের ‘বান্ধবী’ অর্পিতার ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা (সরকারি হিসেবে ২১ কোটি), ৫৪ লক্ষ টাকা মূল্যের বিদেশি মুদ্রা, গয়না বাজেয়াপ্ত করেছে ইডি। এই খবর সামনে আসতেই হৈ হৈ পড়ে যায় গোটা রাজ্যে। সোশ্যাল মিডিয়া থেকে চা’য়ের দোকান সব জায়গায় একই চর্চা।

   

পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতার ফ্ল্যাট থেকে বিপুল টাকা উদ্ধার হওয়ার কটাক্ষ করে শ্রীলেখা আরও লিখেছেন, কোটি কোটি পেন্নাম টিএম জয় বাংলা!

তবে এখানেই নায়িকা থেমে যাননি। একের পর এক পোস্ট করে চলেছেন শ্রীলেখা। রহস্য রেখে ফেসবুকে লিখেছেন, পার্থবাবুর আরও কয়েকজন প্রাক্তন বান্ধবীর নাম জানেন।

শ্রীলেখার পোস্টের পর টলিপাড়া গরম। অর্পিতা ও মোনালিসা ছাড়া আর কার কার সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠতা ছিল এ নিয়ে তীব্র কৌতুহল।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular