Sreelekha Mitra: দিদি গো বিপদের সময় ভাইদের ভুলে গেলে চলবে…ফের শ্রীলেখার হুল

বিধানসভা ভোটে মোদী যেভাবে নির্বাচনী প্রচারে মমতাকে দিদি গো বলে কটাক্ষ করতেন সেইরকমই ভাষায় মুখ্যমন্ত্রীকে তুলোধনা করলেন সিপিআইএম ঘনিষ্ঠ অভিনেত্রী (Sreelekha Mitra) শ্রীলেখা মুখার্জি।    …

Partha arpia

short-samachar

বিধানসভা ভোটে মোদী যেভাবে নির্বাচনী প্রচারে মমতাকে দিদি গো বলে কটাক্ষ করতেন সেইরকমই ভাষায় মুখ্যমন্ত্রীকে তুলোধনা করলেন সিপিআইএম ঘনিষ্ঠ অভিনেত্রী (Sreelekha Mitra) শ্রীলেখা মুখার্জি।

   

এসএসসি দুর্নীতি তদন্তে মন্ত্রী ও তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতারির পর থেকে ক্রমাগত শাসকদল ও দলনেত্রীকে কটাক্ষ করে চলেছেন টলিউডের সাড়া জাগানো অভিনেত্রী শ্রীলেখা। তিনি মুখ্যমন্ত্রীর নাম না নিয়ে কটাক্ষ করেছেন, “Didi….didigo …bipoder shomoy ebhabe bhaider bhule gele cholbe? Agamir bhaiera shabdhan”

শ্রীলেখার ফেসবুক পোস্ট নিয়ে টলিপড়ায় সরগরম। এর আগে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা কোটি কোটি টাকা সহ ধরা পড়ার পর শ্রীলেখা লিখেছিলেন, টলিউডের কয়েজনের কথা নাম তিনি বলবেন। পার্থবাবুর আরও কয়েকজন বান্ধবীর নামও তিনি বলতে চান।

পড়ুন কেন গরম টলিপাড়া 

Sreelekha Mitra: পার্থবাবুর আরও ‘এক্স’ দের নাম বলতে চান শ্রীলেখা, টলিপাড়া গরম

শ্রীলেখা বরাবর সিপিআইএম ঘনিষ্ঠ। ফলে এসএসসি দুর্নীতি তদন্তে শাসকদল যত জড়াচ্ছে ততই তীক্ষ্ণ মন্তব্য পোস্ট করে হুল ফোটাচ্ছেন শ্রীলেখা।

এদিকে এসএসসি নিয়োগ দুর্নীতির তদন্তে পার্থ চট্টোপাধ্যায়কে কলকাতা থেকে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর অভিনেত্রী বান্ধবী অর্পিতাকে কলকাতায় জেরা করছে ইডি।