Sreelekha Mitra: পার্থবাবুর আরও ‘এক্স’ দের নাম বলতে চান শ্রীলেখা, টলিপাড়া গরম

ইডি হেফাজতে থাকা তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের আপতত দু’জন বান্ধবীর খোঁজ মিলেছে। অর্পিতা মুখার্জি ও মোনালিসা দাস। তবে বোমা ফাটালেন অভিনেত্রী (Sreelekha Mitra) শ্রীলেখা…

ইডি হেফাজতে থাকা তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের আপতত দু’জন বান্ধবীর খোঁজ মিলেছে। অর্পিতা মুখার্জি ও মোনালিসা দাস। তবে বোমা ফাটালেন অভিনেত্রী (Sreelekha Mitra) শ্রীলেখা মিত্র। তিনি রহস্য রেখে ফেসবুকে লিখেছেন, পার্থবাবুর আরও কয়েকজন প্রাক্তন বান্ধবীর নাম জানেন। শ্রীলেখার পোস্টের পর টলিপাড়া গরম। অর্পিতা ও মোনালিসা ছাড়া আর কার কার সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠতা ছিল এ নিয়ে তীব্র কৌতুহল।

টালিগঞ্জের দীর্ঘ সময়ের খ্যাতনামা অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তিনি সিপিআইএম ঘনিষ্ঠ। তৃ়ণমূল কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে খোলামেলা সমালোচনা করেন। বাম প্রার্থীদের হয়ে প্রচারে অংশ নেন শ্রীলেখা। তিনি আর কার কার নাম বলতে চান এ নিয়ে চর্চা তুঙ্গে। সেই সঙ্গে প্রশ্ন, বর্ষীয়ান তৃণমূল মহাসচিবের লাস্যময়ী বান্ধবী ঠিক কতজন? শ্রীলেখা মিত্রের ফেসবুক পোস্ট থেকে ছড়িয়েছে বিতর্ক।

শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় তৃ়ণমূল কংগ্রেস মহাসচিব তথা শিল্পমন্ত্রী (প্রাক্তন শিক্ষামন্ত্রী) পার্থ চট্টোপাধ্যায়কে শুক্রবার টানা জেরার পর শনিবার সকালে গ্রেফতার করে ইডি। শুক্রবার রাজ্য জুড়ে ইডি অ়ভিযান হয়। পার্থ চট্টোপাধ্যায়ের ‘বান্ধবী’ অর্পিতার ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা (সরকারি হিসেবে ২১ কোটি), ৫৪ লক্ষ টাকা মূল্যের বিদেশি মুদ্রা, গয়না বাজেয়াপ্ত করেছে ইডি।

পড়ুন: তৃণমূল কংগ্রেস কী বলছে

পার্থ চট্টোপাধ্যায়ের ওপর দল আস্থা রাখছে: TMC

অভিযোগ, নিয়োগ দুর্নীতিতে বেআইনি লেনদেনের একাংশ রাখা হয়েছিল তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের ‘বান্ধবী’ অর্পিতার কাছে। যদিও । গ্রেফতারির পর অর্পিতা বলেছেন তিনি নির্দোষ। কিন্তু তদন্তের স্বার্থে ইডি জানতে চায় এই বিপুল পরিমাণ টাকার উৎস কী? সেই প্রশ্নে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা কেউই সন্তোষজনক উত্তর দিতে পারেননি বলে ইডি জানিয়েছে।

তদন্ত প্রক্রিয়ায় উঠে এসেছে আরও একজন মোনালিসা দাসের নাম। জানা গেছে তিনি পশ্চিম বর্ধমানের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা। তদন্তে উঠে এসেছে মোনালিসার সঙ্গেও পার্থবাবুর ঘনিষ্ঠতা। মোনালিসার নামে বীরভূমে বিপুল পরিমাণ জমি ও সম্পত্তির রয়েছে বলে তদন্তে প্রকাশ।

ইডি সূত্রে খবর, পার্থ চট্টোপাধ্যায়ের নামে ও বেনামে শান্তিনিকেতনে একাধিক বাড়ি, একটি গেস্ট হাউস আছে। শান্তিনিকেতনের বেশ কিছু জায়গায় জমি রয়েছে মন্ত্রীর আত্মীয়দের নামে। আরও জানা যাচ্ছে, অধ্যাপিকা মোনালিসা দাস এই সম্পত্তিগুলির রক্ষণাবেক্ষণ করতেন। কলকাতার নিউটাউনে মোনালিসার নামে আছে কয়েকটি ফ্ল্যাট। তবে পার্থবাবুর সঙ্গে অভিভাবকের মতো সম্পর্ক বলেই দাবি করেছেন মোনালিসা।