কলকাতা: আরও একবার সম্পর্কে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। (srabanti chatterjee।) নতুন করে অভিরূপ নাগচৌধুরীর প্রেমে পরেছেন নায়িকা। বাইপাসের ধারের একই বহুতল আবাসনে থাকেন তাঁরা। সম্প্রতি অভিরূপের পরিবারের সদস্যদের সঙ্গে ডিনারে গিয়েছিলেন অভিনেত্রী। এখন আবার শোনা যাচ্ছে, এই যুগল মিলে দুবাইতে জুটি কাটাচ্ছেন জমিয়ে।
সম্প্রতি শ্রাবন্তীর ইনস্টাগ্রাম হ্যান্ডেল ভরে গিয়েছে, নায়িকার দুবাই বেড়াতে যাওয়ার ছবিতে। টলিপাড়ার গুঞ্জন শুধু অভিনেত্রী নন, তার সঙ্গে রয়েছেন অভিরূপ নাগচৌধুরীও।
রোশন সিংহের সঙ্গে বিচ্ছেদপর্বের সময়েই অভিরূপ-শ্রাবন্তী কাছাকাছি আসেন শ্রাবন্তী ও অভিরূপ। গত বছর মার্চ মাস থেকে শ্রাবন্তী ও অভিরূপ ডেট করছেন। উল্লেখ্য, রোশন সিংহের সঙ্গে শ্রাবন্তীর বিবাহবিচ্ছেদের মামলা এখনও চলছে। অভিনেত্রী খোরপোশ দাবি করেছেন রোশনের কাছ থেকে।
উল্লেখ্য, কটি সাদা রঙের শর্ট ড্রেস পরে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেছেন শ্রাবন্তী (srabanti chatterjee। ছবি পোস্ট করতেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়েছে বিতর্কের ঝড়। যদিও এমন পোশাক পরতে অনেকেই দেখা যায়। কিন্তু বর্তমানে শ্রাবন্তীর বেলায় চুন থেকে পান খসলেই ধেয়ে প্রশ্নের বাণ। এবারেও তার অন্যথা হয়নি।
নেটিজেনরা নানা মন্তব্যে ভরে উঠছে কমেন্ট বক্স।বঅনেকেই প্রশংসা করেছেন। অন্যদিকে এক নেট নাগরিক লিখেছেন, ‘নগ্ন হয়ে দাঁড়িয়ে আছ? তাই না?’ আবার কেউ লিখেছেন, ‘এই পোশাকে একেবারেই মানাচ্ছে না।’ কেউ লিখেছেন, ‘৪ নম্বর বরের অপেক্ষায়।’ এমন নানা কমেন্ট। যাকে সমালোচনাই বলা চলে।