Soumitrisha Kundu: কে মনের মানুষ? কবে করবেন বিয়ে ? অবশেষে মুখ খুললেন মিঠাই

soumitrisha kundu

‘পর্দার ‘জামাইবাবু’ সৌরভ চট্টোপাধ্যায়কে বিয়ে করতে চলেছেন মিঠাই’। কখনও ‘ছোটবেলার বন্ধুর প্রেমে পড়েছেন সৌমিতৃষা কুণ্ডু ( Soumitrisha Kundu ) । নানান সময়ে নানা খবর ছড়িয়েছে তাঁকে নিয়ে। কিন্তু অভিনেত্রীর মনের মানুষটির খোঁজ মেলেনি। তবে এবার সবার সব প্রশ্নের উত্তর দিলেন মিঠাই। খোলাখুলি জানালেন, ‘আপাতত মনের মানুষ নেই’। একই সঙ্গে জানালেন’ মনের মানুষ যদি কথা দিয়ে কথা না রাখে! তাই সব করব, বিয়ে করব না!’ কেন? নায়িকার সাফ কথা, ‘কমিটমেন্ট ফোবিয়া’য় আছে। তাই জীবনে সমস্যা বাড়াতে চাই না।’

Advertisements

কেন ডিভোর্স করলেন? এতদিন পর মুখ খুললেন তিয়াসা

তবে বিয়েতে অআপত্তি থাকলেও মনের মানুষ খুজতে না নেই অভিনেত্রী। মিঠাই জানিয়েছে, ‘ তার মনের মানুষে পুরোপুরি আমার মতো হতে হবে । উচ্ছে বাবু টাইপ চলবে না। আমার চোখ দেখে বুঝতে হবে আমি অভিমান করেছি, রাগ করেছি। আমি খুবই রাগী তো। কিন্তু সেগুলোর পিছনে ভালোবাসা আছে, সেটা বুঝতে হবে। কে জানে কীভাবে পাব। দেখা গেল হয়ত অ্যাসকিডেন্ট (এই ভাষায় মিঠাই কথা বলে) হয়ে ধাক্কা লেগে মনের মানুষের সঙ্গে দেখা হয় গেল। গোপালের দয়ায়।’

Advertisements

জবাকে ছাড়াই ফিরছে পরম

আপাতত পর্দায় উচ্ছেবাবুর প্রেমে মজে আছে আছে মিঠাই ( Soumitrisha Kundu ) । ঘুরতে চলেছে গল্পের মোড়। সিদ্ধার্থের অ্যাকসিডেন্টের প্রোমো দর্শকমহলে সাড়া ফেলে দিয়েছে। তাইতো টান টান উত্তেজনায় টি-আর-পি লড়াইয়ে আরও একবার শীর্ষে ‘মিঠাই’।