Santosh Trophy : বাংলা হারলেও দারুণ খেললেন ইস্টবেঙ্গলে চূড়ান্ত ফুটবলার

শেষ পর্যন্ত লড়াই করেছেন। হারের ভ্রূকুটিকে উপেক্ষা করে সমানে দৌড়ে গিয়েছেন বাংলার মহিতোষ রায়। সোমবার কেরালার বিরুদ্ধে সন্তোষ ট্রফির (Santosh Trophy) ম্যাচে জিততে পারলে ম্যাচটা…

শেষ পর্যন্ত লড়াই করেছেন। হারের ভ্রূকুটিকে উপেক্ষা করে সমানে দৌড়ে গিয়েছেন বাংলার মহিতোষ রায়। সোমবার কেরালার বিরুদ্ধে সন্তোষ ট্রফির (Santosh Trophy) ম্যাচে জিততে পারলে ম্যাচটা (Bengal vs Kerala) তাঁর কাছে স্মরণীয় হয়ে থাকতে পারতো।

কেরালার বিরুদ্ধে (Bengal vs Kerala) দুই গোলে হেরেছে বাংলা। দল জিততে পারতো। আবার আরও গোল হজমও করতে পারতো। ম্যাচের পারফরম্যান্স নিয়ে কোচ নিশ্চই কাঁটা-ছেঁড়া করবেন। তবে ফুটবল সমর্থকরা উপভোগ করলেন মহিতোষ রায়ের (Mahitosh Roy) খেলা।

আরও পড়ুন:  কেরালার বিরুদ্ধে নজর কাড়লেন মহামেডান, ইস্টবেঙ্গলে খেলা ফুটবলার

মাঝমাঠ থেকে আক্রমণে, কখনও ডিফেন্সে সাহায্য করতে নেমে এসেছিলেন তিনি। সাইড লাইনে বরাবর দৌড় দেওয়ার চেষ্টা করেছেন বারবার। ম্যাচ শেষের দিকেও কেরালার গরমে যারপরনাই চেষ্টা করে গিয়েছেন তিনি। সেই সঙ্গে পায়ের স্কিল। কেরালার বিরুদ্ধে কিছু পায়ের কাজ দেখিয়েছেন বাংলার এই ছেলে।

আসন্ন মরশুমে ইস্টবেঙ্গলের জার্সি পরে খেলার কথা মহিতোষের। ফেব্রুয়ারির শেষের দিকে লাল হলুদ ক্লাবের সঙ্গে তাঁর কথাবার্তা চূড়ান্ত হয়েছিল বলে জানা গিয়েছিল। এদিন তাঁর খেলা নিশ্চই চোখে পড়েছে ইস্টবেঙ্গল কর্তাদের।